এশিয়া কাপটা ভালো যাচ্ছিল না তানজিদ হাসান তামিমের। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিষ্প্রভ ছিল তার ব্যাট। গুরুত্বপূর্ণ ম্যাচে এসে চেনা রূপে ধরা দিলেন বাঁহাতি ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে ঝড় তুলেছেন তিনি। তবে হাফসেঞ্চুরি করে থামতে হয়েছে তামিমকে।
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেমেছে বাংলাদেশ। আবুধাবির এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। তার সিদ্ধান্তের যথার্থতা ফুটিয়ে তোলেন দুই ওপেনার তামিম ও সাইফ হাসান। বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেটে ১৩০ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছিলেন তামিম। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানদের বিপক্ষে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়িতে নিজের সঙ্গে বাড়িয়ে নিতে থাকেন দলের রান। ২৮ বলে হাফসেঞ্চুরি পূরণ করে বড় ইনিংসের সম্ভাবনাও জাগিয়েছিলেন।
যদিও ফিফটি করার পরপরই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তামিমকে। নুর আহমেদের বলে বিগ শট খেলতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন তিনি। এর আগে ৩১ বলে করেন ৫২ রান। তামিম ঝলমলে ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়।
লিটন আউট
নেদারল্যান্ডস সিরিজ থেকে ফর্মের তুঙ্গে লিটন দাস। এশিয়া কাপে এসেও ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে সুবিধা করত পারেননি বাংলাদেশ অধিনায়ক। ১১ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লিটন। ফিল্ড আম্পায়ার যদিও আফগানদের আবেদেন নাকচ করে দিয়েছিলেন। তবে রিভিউয়ে ফিরতে হয়েছে লিটনকে।
রশিদের বলে বোল্ড সাইফ
এবারের এশিয়া কাপে প্রথমবার সুযোগ পেয়েছেন সাইফ হাসান। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে নিজেকে কিছুটা প্রমাণের সুযোগ তিনি পেয়েছিলেন। তবে সেটা চার নম্বরে ব্যাট করে। অথচ আফগান ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হলো ওপেনিংয়ে। পারভেজ হোসেন ইমনের জায়গায় সুযোগ পেয়ে টেস্ট-মেজাজে ব্যাট করতে থাকেন তিনি।
ক্রিজে কিছুটা থিতু হয়ে হাত খুলে খেলতে থাকেন সাইফ। যদিও তার ইনিংস খুব একটা লম্বা হয়নি। রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে ডানহাতি ব্যাটারকে। ২৮ বলে খেলা ৩০ রানের ইনিংসটি সাইফ সাজান ২ চার ও ১ ছক্কায়।
তার বিদায়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেটে। ফেরার আগে তামিমের সঙ্গে গড়ে যান ৬৩ রানের জুটি।
চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান নেই। তাদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
হংকংকে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। সুপার ফোরে যাওয়ার পথে শুরুটা হয়েছিল দারুণ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ব্যাটিংয়ে হেরে যাওয়ায় পথটা কঠিন হয়ে উঠেছে। পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে লিটনদের।
অন্যদিকে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। হংকংকে উড়িয়ে দিয়েছে রশিদ খানরা। বাংলাদেশের বিপক্ষে নেমেছে দ্বিতীয় ম্যাচে। এই ম্যাচ জিততে পারলে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, নুুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, এএম গাজানফার, ফজলহক ফারুকী।