এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান আর নেদারল্যান্ডসকে। সেই আত্মবিশ্বাসে এবার শিরোপায় চোখ রেখে এশিয়া কাপ খেলতে গেছেন লিটন দাস, তাসকিন আহমেদরা। অথচ বাংলাদেশকে পাত্তাই দিচ্ছেন না ভারতীয় সাবেকরা।
আকাশ চোপড়া আগেই জানিয়েছেন এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে বাংলাদেশ। আজ (বুধবার) সাবেক তারকা রবিচন্দ্রন অশ্বিনও তুচ্ছ তাচ্ছিল্য করলেন বাংলাদেশকে। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশকে নিয়ে করেছেন অবমাননাকর মন্তব্য।
অশ্বিন বলেছেন, ‘‘তারা চাইলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আফ্রো-এশিয়া কাপ বানাতে পারত। প্রতিদ্বন্দ্বিতার জন্য বর্তমান অবস্থায় অন্তত ভারত ‘এ’ দল রাখা উচিত। কথায় কথায় বাংলাদেশের কথাই ভুলে গেছি। তারাও এই টুর্নামেন্টে খেলছে। কিন্তু তাদের ব্যাপারে কথা বলার মতো কিছু নেই। তারা সবাই টি-টোয়েন্টিতে সংগ্রাম করছে। ভারতের বিপক্ষে কীভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে।’’
ভারতের বর্তমান দলটি ফেবারিট হয়ে এসেছে এশিয়া কাপে। তবে ভারতকে হারানোর যে উপায়ও বাতলে দিলেন অশ্বিন, ‘‘ভারতকে হারানোর একটাই উপায় হলো ভালো দিনে তাদের ১৫৫ রানের মধ্যে আটকে ফেলা। তারপর সেটা তাড়া করা। টি-টোয়েন্টি সাধারণত রোমাঞ্চকর হয়, তবে ভারত সম্ভবত এশিয়া কাপকে একপেশে লড়াইয়ে পরিণত করবে।’’
অশ্বিন পাত্তা না দিলেও বাংলাদেশকে সমীহ করছে হংকং। আফগানিস্তানের কাছে ৯৪ রানে হারা দলটির কোচ কুশল সিলভা বাংলাদেশকে নিয়ে বললেন, ‘‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলগুলো খুব প্রতিযোগিতামূলক, তারা সেই সমস্ত বিষয়গুলো দেখছে। অবশ্যই, বাংলাদেশ একটি খুব মানসম্পন্ন দল। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলি।’’