Beta
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

m2
[publishpress_authors_box]

ফিফা র‌্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩ আর  বাংলাদেশ নারী ফুটবল দল আছে ১০৪তম স্থানে। সেই ব্যবধানটাই ফুটে উঠল দ্বিতীয় প্রীতি ম্যাচে। ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে আজ (সোমবার) ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছিল আফাঈদার দল।

থাইল্যান্ড ৫ : ১ বাংলাদেশ

আগামী মার্চে মেয়েদের এশিয়ান কাপের প্রস্তুতি নিতে ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ। ঋতুপর্ণা-তহুরাদের জন্য টুর্নামেন্টটা যে সহজ হবে না, বুঝিয়ে দিল থাইল্যান্ডই। বিরতির আগে বাংলাদেশের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে ছিল থাইল্যান্ডের মেয়েরা।

১২তম মিনিটে কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স উড়িয়ে গোলের শুরুটা করেন থাইল্যান্ডের অধিনায়ক সাওয়ালাক পেংগাম। মাঝমাঠ থেকে সতীর্থের রক্ষণ চেরা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা এগিয়ে ওয়ান অন ওয়ান পজিশনে রুপনা চাকমার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থাইল্যান্ড। মাঝমাঠ থেকে লম্বা শটে বাড়ানো বল গোলকিপার রুপনার মাথার ওপর দিয়ে জালে জড়ান জিরাপর্ন মংকোলডি। ২৯ মিনিটে এক গোল ফেরায় বাংলাদেশ। কর্নার থেকে পাওয়া বল লাফিয়ে শামসুন্নাহার জুনিয়রের নেওয়া হেড পোস্টের ভেতরের দিকে লেগে জড়ায় জালে।

৩৫তম মিনিটে রক্ষণের দুর্বলতায় চিপ শটে ব্যবধান ৩-১ করেন মাদিসন কাস্তিন। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে রুপনাও পারেননি আক্রমণ রুখতে। ৫৪ মিনিটে মেরিসন বক্সের বাইরে থেকে উড়ন্ত শটে গোল করে ব্যবধান করেন ৪-১। বাংলাদেশের হাইলাইন ডিফেন্সের ভুলে হয় গোলটি।

৫৮তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান ৫-১ করেন জিরাপর্ন মংকোলডি। বক্সে তাকে কোহাতি কিসকু পেছন থেকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত