Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর, জামালরা ফিরছেন কবে

হোটেলে আজ সকালে জিম করেছেন ফুটবলাররা। ছবি : বাফুফে
হোটেলে আজ সকালে জিম করেছেন ফুটবলাররা। ছবি : বাফুফে
[publishpress_authors_box]

বিক্ষোভে উত্তাল নেপালে গিয়ে আটকা পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। হোটেল ছেড়ে বিমানবন্দরে রওয়ানা দিতে চেয়েও ফিরে যেতে হয়েছে রাস্তা ও বিমানবন্দর বন্ধ থাকায়। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণও করতে পারেনি ত্রিভুবন বিমানবন্দরে। জামাল ভুঁইয়া ফেইসবুকে লিখেছিলেন ভয় আর আতঙ্কে থাকার কথা।

এখন অবশ্য স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন ফুটবলাররা। অবশেষে আজ (বুধবার) সন্ধ্যা ছয়টায় খুলেছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। গত মঙ্গলবার বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আবার চালু হওয়ায় এখন বিশেষ বিমানের অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দল।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীরা যেন নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে হালনাগাদ তথ্য জেনে বিমানবন্দরে আসেন। আর ভ্রমণের সময় টিকিট ও পরিচয়পত্র সঙ্গে রাখেন। তবে বাংলাদেশের ফুটবলাররা আছেন বিশেষ বিমানের অপেক্ষায়।

বিক্ষোভে নেপাল এখন অশান্ত। হোটেলে অটকে পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘‘বাংলাদেশ সরকার থেকে বিশেষ বিমানে আমাদের নেওয়ার পরিকল্পনা চলছে। ঢাকা থেকে আমাদের বলা হয়েছে বিমান বাহিনীর বিশেষ বিমানের কথা।’’

আমের খান আজ রাতেই ফিরতে চান জানিয়ে বলেছেন, ‘‘আমরা চাই আজ রাতেই ফিরতে। দূতাবাস আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। গতকাল ক্রীড়া উপদেষ্টাও ফোন করেছিলেন। দ্রুত সময়ে আমাদের দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার থেকে। বাফুফে সভাপতিও এই বিষয়ে সার্বক্ষণিক কাজ করছেন।’’

নেপালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সোমবার হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডুসহ নেমে এসেছিলেন দেশটির বিভিন্ন শহরে রাজপথে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১৯ জন। এমন অস্থিরতায় কাঠমান্ডুর হোটেলে আটকে পড়েছেন দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া ফুটবলাররা।

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে নেপালে দুটি প্রীতি খেলতে গিয়েছিল বাংলাদেশ। নিজেদের ফিট রাখতে হোটেলে আজ সকালে জিম করেছেন জামালরা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত