Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

‘এক দিনের বন্ধু’ শ্রীলঙ্কাকেই হারাতে হবে বাংলাদেশের

bangladesh
[publishpress_authors_box]

এশিয়া কাপে গ্রুপ পর্বের উত্তেজনা শেষ। বাংলাদেশ-আফগানিস্তান ও আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ছিল এই আসরের এখন পর্যন্ত উত্তেজনার লড়াই। বি গ্রুপে দ্বিতীয় লড়াইটিকে তিন দলের ভাগ্য পরীক্ষাও বলা হয়েছিল। সেই ম্যাচে বাইরে থেকে শ্রীলঙ্কাকে সমর্থন দিতে হয় বাংলাদেশের।

সুপার ফোরে আজ ‘এক দিনের বন্ধু’ সেই শ্রীলঙ্কার বিপক্ষেই খেলবে লিটন দাসরা। এই পর্বের প্রথম ম্যাচে সেদিন সমর্থন দেওয়া দলটিকে হারানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। এশিয়া কাপ ফাইনালে চোখ রাখলে সুপার ফোরে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানো ছাড়া কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে।

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচের অপর নাম ‘নাগিন ডার্বি’। এমন নামকরণের পেছনে থাকা পুরোনো প্রতিদ্বন্দ্বিতা আর ‘শত্রুতা’ অজানা নয় কারও। আজকের ম্যাচের উত্তেজনার পারদ তাই চড়ছে। টিকিটের দামও বেড়েছে বেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে কিছুদিন আগেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের তরতাজা স্মৃতি আছে। সেই সিরিজটি লঙ্কার মাঠে জিতেছিল বাংলাদেশ। যা দেশটিতে বাংলাদেশের প্রথম কোন সিরিজ জয়ের নজীর। সেই সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানকেও হারিয়েছিলেন লিটনরা।

কিন্তু এশিয়া কাপের মঞ্চে লঙ্কানরা বরাবরই কঠিন প্রতিপক্ষ। এই টুর্নামেন্টে বেশিবার জয়ের রেকর্ড নিয়ে আন্ডারডগ দলগুলোর মধ্যে ফেভারিট হয়ে আছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তাই জয় তোলার সহজ হবে না।

পাশাপাশি নতুন মাঠে মানিয়ে নেওয়ার চ্যারেঞ্জও থাকবে। গ্রুপ পর্ব আবুধাবিতে খেলা বাংলাদেশ এবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে সুপার ফোরের প্রথম ম্যাচ। একই অবস্থা শ্রীলঙ্কার জন্যও। তারাও গ্রুপ পর্বে আবুধাবিতে খেলে দুবাইয়ে প্রথম খেলছে এই টুর্নামেন্টে।

সবশেষ ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। চার ক্রিকেটারই জয়ে অবদান রেখেছেন। তবে এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে একই একাদশ নিয়ে খেলার সুযোগ নেই।

তবে গত ম্যাচে দুর্দান্ত পারফরম করে ম্যাচ সেরা হওয়া নাসুমকে বাইরে রাখা কঠিন। সেক্ষেত্রে সবার আগে কোপ পড়বে নুরুল হাসান সোহানের ওপর। কিন্তু জাকের আলির ফর্মের প্রশ্নে সোহানের একাদশে থাকার সুযোগ আবার বেড়ে যায়।

এছাড়া মোহাম্মদ সাইফ হাসানকে সরিয়ে পারভেজ হোসেন ইমনের ফেরার সুযোগও আছে। কিন্তু গত ম্যাচে তানজিদ তামিমের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে সাইফ নিজের জায়গা পাকা করার দাবি তুলেছেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে আজকের ম্যাচে বেশ বেগ পেতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

ওদিকে শ্রীলঙ্কার একাদশেও বদল আসছে। স্পিনার দুনিথ ভেল্লালাগে নিশ্চিত ভাবে খেলছেন না। আফগানিস্তান ম্যাচের দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার বাবা। বাবাকে শেষ দেখা দেখতে শ্রীলঙ্কা ছুটে গিয়েছেন ভেল্গালাগে। একই দিন (১৮ সেপ্টেম্বর) বাবাকে হারিয়েছেন বাংলাদেশ পেসার এবাদত হোসেনও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত