Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে না যাওয়ার পরামর্শ

CA-Press-Wing
[publishpress_authors_box]

নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে তাদের অবস্থানকৃত স্থান বা হোটেল থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। 

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নেপালে যাওয়া সকল বাংলাদেশি যাত্রীকেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ঘুরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা  +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯অথবা +৯৭৭৯৮৫১১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।  

৩৬ সদস্যের জাতীয় ফুটবল দল এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে ৫১ সদস্যের একটি প্রতিনিধিদল বিদেশে শিক্ষা সফরের অংশ হিসেবে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে। তাদের দৈনিক কার্যক্রম বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময় ১২ সেপ্টেম্বর ঢাকায় ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং তার নেতৃত্বে আসে জেনারেশন জেড প্রজন্ম।

জেন-জির এই বিক্ষোভ সোমবার সহিংস হয়ে ওঠে। তাতে কাঠমান্ডুতে অন্তত ১৯ জন নিহত হয়। তারপর কারফিউ জারি করে সরকার।

তাতেও বিক্ষোভ দমাতে না পেরে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত