Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বার্সার ‘বিরল’ জয়ে পেনাল্টি বিতর্ক

p0
[publishpress_authors_box]

গোলের মালা পরিয়ে প্রতিপক্ষকে বিধ্বস্ত করাই পছন্দ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের। সেই বার্সা নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচে পেল নিজেদের ইতিহাসেই বিরল এক জয়। প্রতিপক্ষের মাঠে ২ গোলে পিছিয়ে থাকার পরও তারা জিতেছে ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে! যোগ করার সময়ের আত্মঘাতী গোলে লা লিগায় তারা জিতল প্রথমবার। লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে পেল এবারের মৌসুমের টানা দ্বিতীয় জয়ও।

১৫তম মিনিটে লেভান্তে এগিয়ে যায় ইভান রোমেরোর গোলে। বিরতির ঠিক আগে আলেহান্দ্রো বালদের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে লেভান্তে। স্পট কিক থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হোসে মোরালেস। এই পেনাল্টি নিয়ে হয়েছে বিতর্ক।

ম্যাচ শেষে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেছেন,‘‘গত এল ক্লাসিকোয় একইভাবে বল লেগছিল চুয়ামেনির হাতে কিন্তু আমরা পেনাল্টি পাইনি। অথচ এবার বালদের হাতে একইভাবে বল লাগায় আমাদের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজানো হল। নিয়মটার ব্যাখ্যা করা উচিত।’’

চুয়ামেনির হাতে বল লাগলেও পেনাল্টি হয়নি। প্রায় একই ভাবে বালদের হাতে বল লাগলে পেনাল্টি দেওয়া হয়।

মৌসুমের দ্বিতীয় ম্যাচে হান্সি ফ্লিকের দল তিন পয়েন্টের জয়টি পেয়েছে যোগ করা সময়ের আত্মঘাতী গোলে। যে ধারার জয় বার্সেলোনার ইতিহাসে বিরল। আর এই বিরল জয়ের পথে বার্সেলোনার হয়ে গোল করেছেন পেদ্রি ও ফেরান তোরেস, গোল না করলেও দৃষ্টিকাড়া ভূমিকায় ছিলেন লামিনে ইয়ামাল।

৪৯তম মিনিটে লামিনে ইয়ামালের ব্যাক পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন পেদ্রি। ২ মিনিট ৩১ সেকেন্ড পরই রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বলে ভলিতে ২-২ সমতা আনেন ফেরান তোরেস।

ইনজুরি টাইমে ইয়ামালের উঁচু করে বাড়ানো বল হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন লেভান্তের উনাই এলগেজাবাল।

এর আগে লা লিগার ম্যাচে বিরতিতে ২ গোলে পিছিয়ে থেকে ৯৯ ম্যাচের মধ্যে বার্সা হেরেছিল  ৯২টিতে, ড্র করেছে ৬টি। ১৯৬২ সালে রিয়াল বেতিসের বিপক্ষে জিতেছিল একটিই ম্যাচ। ৬৩ বছর পর এবার লেভান্তের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকে পেল আরেক ‘বিরল’ জয়।

এদিকে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডসকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে আর্সেনাল। জোড়া গোল করেছেন দলে নতুন আসা ইয়োকেরেস।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত