Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
চ্যালেঞ্জ কাপ

১০ জন নিয়েও মোহামেডানকে উড়িয়ে শিরোপা কিংসের

চ্যালেঞ্জ কাপে ৪-১ গোলে মোহামেডানকে হারিয়েছে কিংস। ছবি : বাফুফে
চ্যালেঞ্জ কাপে ৪-১ গোলে মোহামেডানকে হারিয়েছে কিংস। ছবি : বাফুফে
[publishpress_authors_box]

শিরোপা জিতেই মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস। কুমিল্লার ধর্মসাগর পাড়ে ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কিংস। সোহেল রানা ৬৩ মিনিটে লাল কার্ড দেখলে বাকি সময়টা ১০ নিয়ে খেলেও মোহামেডানকে পাত্তা দেয়নি তারা।

ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংসের হয়ে জোড়া গোল দোরিয়েলতনের। একটি অ্যাসিস্টও করেছেন তিনি। এছাড়া একটি করে গোল করেন রাফায়েল আগুস্তো ও এমানুয়েল সানডে। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মোজাফফরভ।

 বিরতির আগে ম্যাচে সমতা ছিল ১-১ গোলে। বিরতির পর আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মোহামেডান। গত মৌসুমেও মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতেছিল কিংস। এবারও দাপুটে জয়ে শিরোপাটা ধরে রাখল তারা।

কিংসের হয়ে জোড়া গোল দোরিয়েলতনের। ছবি : বসুন্ধরা কিংস

মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় ম্যাচটা শুরু হয়েছিল ১১ মিনিট দেরিতে। প্রথম ১৫ মিনিটেই দুটি পেনাল্টি দেন রেফারি। দোরিয়েলতন বক্সে ফাউলের শিকার হলে স্পট কিক পায় কিংস, এই ব্রাজিলিয়ানের সফল স্পট কিকে অষ্টম মিনিটে এগিয়ে যায় তারা।

বক্সের ভেতরে এলি কেকে  ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মোহামেডানও। উজবেক ফরোয়ার্ড মোজাফফরভের সফল পেনাল্টিতে ১-১ গোলের সমতা ফিরে ম্যাচে। বিরতির আগে আর গোল পায়নি কোনও দল।

৬৩ মিনিটে সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কিংস। একজন কম নিয়েই ৭২ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত ভলিতে গোল করেন রাফায়েল আগুস্তো। ২-১ গোলে এগিয়ে যায় কিংস।

৭৫ মিনিটে দোরিয়েলতনের কাটব্যাক থেকে গোল করে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে ব্যবধান বাড়ান এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি মারেন দোরিয়েলতন।

এরপর গ্যালারি থেকে সমর্থকরা কিংসের পোস্টের দিকে মারে পানির বোতল ও স্মোক ফ্লেয়ার। এতে ম্যাচ বন্ধ থাকে মিনিট ছয়ের মতো। গত আসরে একই ঘটনা কিংস অ্যারেনায় ঘটেছিল। তবে সব বাঁধা পেরিয়ে শেষ হাসিটা কিংসেরই।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত