Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচনে এনএসসি হস্তক্ষেপ করবে নিয়ম মেনে

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
[publishpress_authors_box]

অক্টোবরের শুরুতে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নিয়ম মেনে হস্তক্ষেপ করবে। সুষ্ঠ নির্বাচন পরিচালনা করতে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

সম্প্রতি বুলবুল জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে বলা হয়েছিল, “নির্বাচন না করলে হয় না?”। ২–৩ দিন আগে এই ফোন আসে বলে বুলবুল জানিয়েছেন। এ পরিস্থিতিতে বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সেই চিঠিতে হু*ম*কির বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও, সভাপতির নিরাপত্তা এবং দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন্দুকধারী নিয়োগের প্রয়োজনীয় দিক উল্লেখ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের এক সভায় এ নিয়ে আসিফ বলেন, “আমরা ততটুকুই হস্তক্ষেপ করব, যতটুকু আমাদের আওতাধীন। নির্বাচন যেন বিধিবদ্ধভাবে হয়, ঠিকভাবে হয়, সেটুকু নিশ্চিত করতে যা করা দরকার, আমরা করব। এর বাইরে বিসিবি নির্বাচনে আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার।”

“ডিসিদের ফোন করে জোর করা হচ্ছে পছন্দের লোকদের কাউন্সিলর করার জন্য। ডিসিরা আমাকে ফোন দিয়ে জানাচ্ছেন যে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে। বুলবুল ভাইকে যেমন ফোন করে বলা হয়েছে – ‘আপনি সরে যান। আপনাকে আমরা সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) বানাব।’ এই ব্যাপারগুলো প্রতিহত করার জন্য সরকারী হস্তক্ষেপ দরকার হচ্ছে। এ ছাড়া আর কোনো হস্তক্ষেপ নেই।”

এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে ফিক্সিং বিতর্ক। শেষবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের মতো জঘন্য ঘটনা ঘটেছে অবলীলায়। এসব বাস্তবতায় কিছুটা আশাহত হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত