Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পাখি ডিম পাড়ায় এক মাস বন্ধ স্টেডিয়াম

p1
[publishpress_authors_box]

সাপ ঢূকে পড়ায় খেলা বন্ধ হয়েছে অনেক মাঠে। এছাড়া আরও নানা কারণে সাময়িক স্থগিত হয়েছে অনেক ম্যাচ। তবে অস্ট্রেলিয়ায় একটি স্টেডিয়ামই এক মাস বন্ধ করে দেওয়া হল অদ্ভুত কারণে। সংরক্ষিত প্রজাতির একটি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইয়াহু নিউজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ঘটেছে এই ঘটনা। গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল যান খেলোয়াড়রা। তখন তারা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে।

প্লোভার পাখি বাচ্চা জন্ম দেওয়ার পর বিপদ আঁচ করলে আক্রমণাত্মক হয়ে উঠে। তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে বা ঝাঁপিয়ে আক্রমণ করে বসে। এজন্য স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। স্থানীয় কাউন্সিল জানিয়েছে, দেশি প্রজাতিগুলো রক্ষায় তারা সক্রিয়। তাই ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনা হবে আর কাজটা করা হবে অনুমতি নিয়ে। খেলা সরিয়ে নেওয়ায় ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে তারা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত