রোজার ঈদে ঘরমুখো মানুষের জন্য এবারও ঈদ স্পেশাল সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
আগামী মঙ্গলবার থেকে এই সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সুযোগ পাওয়া যাবে।
বিআরটিসির অপারেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, বৃহস্পতিবার বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জের চাষাড়ার বাস ডিপো থেকে বিভিন্ন রুটে টিকিট বিক্রি করা হবে।
চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৩১ মার্চ বা ১ এপ্রিল।