অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সবশেষ বোর্ড সভায় এ বিষয়ে একটা সিদ্ধান্তে এসেছে বোর্ড পরিচালকরা। নির্বাচনের তারিখ ঠিক করবেন নির্বাচন কমিশন। তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠিক হবে খুব শীঘ্রই।
দীর্ঘদিন পর বিসিবিতে আক্ষরিক নির্বাচনী আমেজের আগে পরিস্থিতি এখনও বেশ ঘোলাটে। পরিচালক পদপ্রার্থী নিশ্চিত হলেও সভাপতি দৌড়ে কে এগিয়ে তা এখনও ধোঁয়াশায়। আবার যাদের নাম সভাপতি পদে উঠে আসছে তারা শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে কতজন পরিচালকের সবুজ সিগনাল পাবেন তাও এখনও অনিশ্চিত। সবশেষে সভাপতি পদপ্রার্থী যারা তাদেরকে বাকি পরিচালকরা স্বচ্ছন্দে সভাপতির ভোটটা দিতে পারবেন কিনা তাও প্রশ্ন রাখছে।
তবে যাই হোক আগে থেকেই নির্বাচন করার ঘোষণা দেওয়া আমিনুল ইসলাম বুলবুল শ্রদ্ধা জানিয়েছেন অনুজ তামিম ইকবালকে। ক্রিকেটের স্বার্থে তিনি এই নির্বাচনকে ভিন্ন ভাবে দেখছেন।
সিলেটে বর্তমান সভাপতি বুলবুল জানিয়েছেন, “এটা আসলে লড়াই না ,আমরা সবাই সেবা করতে চাই বাংলাদেশ ক্রিকেটকে। আর আমি তো এখনও ঠিক করিনি কোথা থেকে নির্বাচন করব (কোন ক্যাটাগরি)। তামিম ইকবাল বা ফারুক ভাই, তাদের প্রতি সব ধরনের শ্রদ্ধা আছে। বাংলাদেশ ক্রিকেটে তাদের যে অবদান, তাদের যে মেধা আছে-আমি সেটাকে শ্রদ্ধা করি।”
গুঞ্জন শোনা যাচ্ছে এনএসসি কোটায় পরিচালক পদ না নিয়ে ঢাকা জেলা বা বিভাগের কাউন্সিলর হয়ে ক্যাটাগরি বি থেকে বিসিবি নির্বাচন করতে পারেন বুলবুল। অবশ্য এ ব্যাপারে সাবেক অধিনায়ক নিজে কিছু জানাননি এখনও।
তামিমের নির্বাচন করতে আসা, বোর্ড পরিচালক হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বুলবুল, “সবচেয়ে ভালো লাগছে যে এত বড় একটা সফল ক্রিকেটার, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন করতে বা বোর্ডে আসার জন্য মনস্থির করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। আমি থাকি না থাকি, আমি তাকে সবধরনের সহযোগিতা করব। এবং যা যা হেল্প লাগে আমি করব। একই সময়ে আমরা যেন সবাই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারি সেটাই হবে আমাদের লক্ষ্য।”
ঢাকার প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ৭৬ ক্লাবের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন বিসিবির ১২ পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দু’টি এবং বরিশাল, রংপুর, রাজশাহী ও সিলেটে একটি করে পরিচালক পদ রয়েছে। এনএসসি থেকে দুটি এবং সাবেক অধিনায়ক কোটা থেকে একটি পরিচালক পদ আছে।
মূলত ক্লাবের ওই ১২টি পরিচালক পদ নিয়েই এবার লড়াইটা হবে। ইতিমধ্যেই মোট ৭৬টি ক্লাব থেকে অন্তত ২৫ জন পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী।