বিগত আওয়ামী লীগপন্থি আইনজীবীদের তিন কমিটির ১১ জনের বিরুদ্ধে আলাদা তিনটি মামলার আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি। মামলায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
রবিবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা তিনটির আবেদন করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন রানা এ তথ্য জানান।
২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুকের বিরুদ্ধে মামলার আবেদন করেন বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু। তাদের বিরুদ্ধে ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ, ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নির বিরুদ্ধে মামলা করেন বর্তমান কমিটির ট্রেজারার আব্দুর রশীদ।
২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নুর হোসেন। তাদের বিরুদ্ধে ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।



