Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এল ক্লাসিকোয় বার্সাকে হতাশায় ডোবাল রিয়াল

এক গোল ও অ্যাসিস্ট করেছেন বেলিংহাম। ছবি : এক্স
এক গোল ও অ্যাসিস্ট করেছেন বেলিংহাম। ছবি : এক্স
[publishpress_authors_box]

নতুন নাদালখ্যাত বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা কার্লোস আলকারাজ ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘‘আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ২–১ গোলে জিতবে। এমবাপ্পে আর বেলিংহাম গোল করবে।’’

সেই ভবিষ্যদ্বাণীই মিলে গেল। এমবাপ্পে আর বেলিংহামের গোলে সেই ২-১ ব্যবধানেই জিতেছে রিয়াল। গত মৌসুমে চার এল ক্লাসিকোতে হারের হতাশা দূর হল তাতে।

ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। শেষ দিকে তুলে নেওয়ায় মেজাজ হারিয়েছিলেন ভিনিসিয়ুস। খেলার শেষ মিনিটে পেদ্রিকে রেফারি লাল কার্ড দেখানোর সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে উঠে আবার দুই দলের ডাগআউট। খেলা শেষেও তর্কে জড়িয়ে পড়েন খেলোয়াড়েরা। এল ক্লাসিকোতে এ আর নতুন কী?

উত্তেজনার সেই ম্যাচ জিতে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ২৭। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ২২। মৌসুমের এই সময়ে ৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর বেলিংহামের উদযাপনের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রিয়াল মাদ্রিদ লিখেছে , ‘‘জুড ভিক্টর উইলিয়াম বেলিংহাম’’। এটা তার পুরো নাম। ‘ভিক্টর’ মানে যুদ্ধ জয়ী, সেটাই বোঝাতে চেয়েছে রিয়াল।

কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের নায়ক বেলিংহামই। ২২ মিনিটে তার অ্যাসিস্টে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ৩৮ মিনিটে ফেরমিন লোপেজের সমতা ফেরালেও ৪৩ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে ব্যবধান ২–১ করেন বেলিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পে পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরও বাড়ত রিয়ালের। ৬৮তম মিনিটে বার্সেলোনার জালে আরেকবার বল পাঠান বেলিংহাম তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

চোট-অসুস্থতা মিলিয়ে রাফিনিয়া, রবার্ট লেভানদোস্কিসহ গুরুত্বপূর্ণ কয়েকজনকে পায়নি বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ হান্সি ফ্লিকও। এরই প্রভাব পড়েছিল ম্যাচে।

বার্সেলোনার ১৫ শটের ৬টি লক্ষ্যে ছিল। সেখানে ৩২ শতাংশের মতো বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নিয়েছিল রিয়াল, লক্ষ্যে ছিল ১০টি। তাতে হতাশাই বাড়ল বার্সার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত