Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিমানবন্দরে আটকা ফুটবলাররা

1b
[publishpress_authors_box]

সব ঠিকঠাকই ছিল। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে দুপুর দেড়টায় ফ্লাইটে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল জাতীয় দলের ফুটবলারদের। তারা সময়মত যান বিমানবন্দরে। তবে ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ায় তাদের এখন আটকে থাকতে হচ্ছে বিমানবন্দরেই। কারণ ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়।

স্থানীয় সময় সাড়ে ৩টায় বাংলাদেশ দলকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছিল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনও। ফ্লাইট বিলম্ব হওয়ায় সেই আয়োজনও পিছিয়েছে। ফ্লাইট দেরি হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটিকে কারণ হিসেবে দেখিয়েছেন বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম, ‘‘টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। ফ্লাইট দুপুরে থাকলেও সেটা সন্ধ্যা ৭টায় এটি ছেড়ে যাবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে।’’

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আজ (বুধবার) সকালে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই স্কোয়াডে নেই হামজা চৌধুরী ও শমিত সোম।

‎ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে থাকায় নেপাল যাওয়া হচ্ছে না মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানদের।  

তবে মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সালকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।

বাংলাদেশ স্কোয়াড:
‎‎গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন। ‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম। ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত