Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

Shamsul-huda
[publishpress_authors_box]

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন, যিনি নবম জাতীয় সংসদ নির্বাচনের নেতৃত্ব দিয়েছিলেন।

স্বজনরা জানিয়েছেন, ৮৩ বছর বয়সী শামসুল হুদা শনিবার সকালে তার রাজধানীর গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি দেশের দশম সিইসি হিসাবে দায়িত্ব নেন সাবেক আমলা এ টি এম শামসুল হুদা। মেয়াদ শেষে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি বিদায় নেন তিনি। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।

এই কমিশনের অধীনেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় নির্বাচন হয়। ভোটে ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩০টি আসনে জয়ী হয়। বিএনপি ৩০টি আসন পায়। নির্বাচনে ভোটের হার ছিল ৮৭.১৩ শতাংশ।

সেই ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন হয়। সংলাপ করে নির্বাচনী আইন সংস্কার করা হয়। চালু হয় রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইভিএম। নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলোপ ঘটে। সংবিধানে যোগ হয় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের নিয়ম।

এ টি এম শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী প্রথম আলোকে জানান, শনিবার সকাল ৯টার দিকে গুলশানের বাসায় মারা যান শামসুল হুদা। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশফাক কাদেরী জানান, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে জানাজা হবে। বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা চিকিৎসক ফজলে রাব্বি খান বিডিনিউজকে বলেন, “সকাল ১০টার দিকে এ টি এম শামসুল হুদাকে আমাদের হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।”

এ টি এম শামসুল হুদার জন্ম ১৯৪২ সালে ফরিদপুর সদর উপজেলায়। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত