Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা কারাগারে

badsha
[publishpress_authors_box]

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. আক্কেল আলী তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমানের আদালত। 

গত ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানাধীন আল্লাহর করিম মসজিদের সামনে আন্দোলনে অংশ নেন ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন। সন্ধ্যায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। 

সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

ফ্যালকনের চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফ্যালকন ইন্টারন্যাশনাল নীট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।

নিষেধাজ্ঞা দেওয়া অপর ব্যক্তিরা হলেন, প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, ফজলুল করিম ওরফে ফকরুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক বিলকিস আক্তার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি মহাখালী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসার ও অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ টি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা কঠিন হয়ে পরবে। তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত