Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

হামজাকে ছাড়াই জয়ে শুরু লিস্টারের

l1
[publishpress_authors_box]

ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা চৌধুরী। শেফিল্ড নাটকীয়ভাবেই সুযোগ হারিয়েছে প্রিমিয়ার লিগে ফেরার। তাই আবারও লিস্টার সিটিতে ফিরে আসেন হামজা।

 নতুন মৌসুমে নতুন কোচ মার্তি সিফুয়েন্তেস প্রীতি ম্যাচগুলোতে খেলিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকাকে। তবে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া লিস্টারের হয়ে মৌসুমের প্রথম অফিশিয়াল ম্যাচটিতে কোচ মাঠে নামাননি হামজাকে। স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত বেঞ্চ থেকে মাঠে নামা হয়নি হামজার।

হামজাকে ছাড়া রবিবার রাতে লিস্টার মৌসুমের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছে শেফিল্ড ওয়েডনেসডেকে। ২৬ মিনিটে এগিয়ে গিয়েছিল শেফিল্ডই। তবে ৫৪ মিনিটে সমতা ফেরান ইয়ানিক ভেসটারগার্ড।

৭৬ মিনিটে ব্যারি ব্যানান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়েছিল শেফিল্ড। সুযোগটা কাজে লাগিয়ে ৮৭ মিনিটে ওট ফায়েসের গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে লিস্টার।

জেমি ভার্ডি ক্লাব ছেড়ে যাওয়ায় দীর্ঘদিন পর দলের সেরা তারকাটিকে ছাড়া খেলেছে লিস্টার। এখন ভার্ডিকে ছাড়া মানিয়ে নেওয়াই চ্যালেঞ্জ তাদের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত