Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

‘যুক্তরাষ্ট্রের কথা মেনে’ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

japan-palestine-flag
[publishpress_authors_box]

ইসরায়েলের প্রতি সমর্খনের আগের অবস্থান থেকে সরে এসে ইউরোপের বেশ কয়েকটি দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন উল্টো পথে চলছে জাপান।

আপাতত ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে জাপান। যুক্তরাষ্ট্রের কথা মেনে টোকিও এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জাপানি সংবাদপত্র আশাহি শিমবুন জানিয়েছে।

সরকারি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্ককে নেতিবাচক দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছে টোকিও।

ইসরায়েল এবং ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আলোচনার জন্য আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত দুই বছরে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সমর্থন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানও তাদের অবস্থান নিয়ে আলোচনা করছিল।

তবে কিছু সরকারি কর্মকর্তা মনে করেন, এই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা দুই-রাষ্ট্র সমাধানে কোনোভাবে অবদান রাখবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে, বরং এটি ইসরায়েলের অবস্থানকে আরও কঠোর করতে পারে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থন যেভাবে ধরে রেখেছে, তাও মাথায় নিতে হয় জাপানের কর্মকর্তাদের।

সরকারি সূত্র আশাহি শিমবুনকে জানিয়েছে, ওয়াশিংটন এই বিষয়ে জাপানকে তাদের বিরোধিতার কথা জানিয়েছিল।

জেরুজালেমকে রাজধানী দেখিয়ে ১৯৮৮ সালে ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন। এই পর্যন্ত বিশ্বের দেড়শটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

এবছর ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত