রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার হয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ঢাকার মোহাম্মদপুরে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। দুদক তাকে আটক রাখার ্আবেদন জানালে আদালত তাতে সাড়া দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
তিনি আওয়ামী লীগ আমলে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। ক্যাম্পাসে না গিয়েও তার পদে থাকা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হচ্ছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পর গত ১৮ জুন দুদক অধ্যাপক কলিমউল্লাহর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক কলিমউল্লাহ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন।
এক সময় তিনি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)’ এর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।