Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কাভা কাপ ভলিবল : ফাইনালের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

v1
[publishpress_authors_box]

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপ ভলিবলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। আজ বাংলাদেশের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে তুর্কমেনিস্তান। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তুর্কমেনিস্তান ৩-২ সেটে বাংলাদেশকে পরাজিত করে। তারা চার ম্যাচের সবকটিতেই জয় পেল। অন্যদিকে, টুর্নামেন্টে এই প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ।

ফাইনালে জায়গার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তানের। অন্যদিকে, আগামীকাল শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে।

বাংলাদেশ এবং তুর্কমেনিস্তান দুই দলই জিতেছিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে। আজ ম্যাচের প্রথম সেটেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। একসময় বাংলাদেশ ২৪-২১ পয়েন্টে এগিয়ে থাকলেও, সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে তারা প্রথম সেট জিতে নেয়।

দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক বাংলাদেশ। ২৫-১৭ পয়েন্টে জয় পেয়ে সেটে সমতা ফেরায় তারা। এরপর তৃতীয় সেটে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান, ২৫-২১ পয়েন্টে সেটটি জিতে তারা ২-১ সেটে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও দমে না গিয়ে বাংলাদেশ চতুর্থ সেটে অসাধারণ লড়াই করে এবং ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়। এতে ম্যাচটি গড়ায় পঞ্চম ও নির্ধারক সেটে।

কাভার প্রেসিডেন্ট মোহামেদ লতিফ।

পঞ্চম সেটেও ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। দুই দলের পয়েন্ট যখন ১৩-১৩, তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু শেষ হাসি হেসেছে তুর্কমেনিস্তান। ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করে তারা ফাইনালে নিজেদের স্থান পাকা করে নেয়।

এদিকে ঢাকায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ রবিবার উপস্থিত হন কাভার প্রেসিডেন্ট মোহামেদ লতিফ। ঢাকায় কাভার এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লতিফ বলেন, ‘‘বাংলাদেশের এই আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট। শুধু আমি একা নই, এখানে খেলতে আসা পাঁচ দেশে অতিথি খেলোয়াড় ও কর্মকর্তার বাংলাদেশের আতিথেয়তা পেয়ে খুব খুশী।’’

 লাল সবুজের ভলিবল বেশ উন্নতি করেছে বলেও মন্তব্য করেন কাভা প্রেসিডেন্ট, ‘ভলিবলে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তাই এদেশের ভলিবলের আরও উন্নয়নের জন্য কাভা থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন তা আমরা করবো।’

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু বলেন, ‘‘আমাদের আয়োজন নিয়ে কাভার প্রেসিডেন্টের এমন উচ্ছ্বাসে আমরা খুবই অনুপ্রাণিত। কাভা থেকে সহযোগিতা পেলে আগামীতে আমরা আরও ভাল আয়োজন করতে পারব।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত