Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মহারাজের ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

m7
[publishpress_authors_box]

কেশব মহারাজের ঘূর্ণিতে রীতিমতো নাকাল অস্ট্রেলিয়া। কেয়ার্নসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মহারাজ নিলেন ৫ উইকেট। তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকা জিতল ৯৮ রানে।

শুরুতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪০.৫ ওভারে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া। সাত বছর পর আবার অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে মুখোমুখি হওয়া ম্যাচটা তাই স্মরণীয় হয়ে থাকল প্রোটিয়াদের। ২০১৮ সালের সবশেষ সিরিজের প্রথম ম্যাচেও জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২২ আগস্ট শুক্রবার।

দক্ষিণ আফ্রিকার ২৯৬ রানের জবাবে ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। অষ্টম ওভারের প্রথম বলে অভিষিক্ত অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন হেডকে এলবিডব্লিউ করে ভাঙেন জুটি। ২৪ বলে ২৭ রান করেছেন হেড।

ঠিক পরের মারনাস লাবুশেনকে ফেরান মহারাজ। ইনিংসে নিজের ২৬তম বলেই ৫ উইকেট পেয়ে যান তিনি। লাবুশেনের পর ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি ও অ্যারন হার্ডিকে ফেরান মহারাজ। বিনা উইকেটে ৬০ থেকে অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় ৬ উইকেটে ৮৯। তখন মহারাজার বোলিং ফিগার—৪.২-১-৯-৫। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে বোলিং কোটা শেষ করেন মহারাজ।

সপ্তম উইকেটে বেন ডোয়ারশুইসকে নিয়ে মিচেল মার্শ ৭১ রানের জুটি গড়লেও জেতার জন্য যথেষ্ট ছিল না সেটা।  ৯৬ বলে ৮৮ রান করেন অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ।

এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম ৮১ বলে করেছেন ৮২ রান। মার্করামের বিদায়ের পর ম্যাথু ব্রিটজকেকে নিয়ে তৃতীয় উইকেটে ৯২ রান যোগ করেন অধিনায়ক টেম্বা বাভুমা। বাভুমা ৭৪ বলে ৬৫ ও ব্রিটজকে ৫৬ বলে ৫৭ রান করেন। ৫৭ রানে ৪ উইকেট নেন ট্রাভিস হেড।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৯৬/৮ (মার্করাম ৮২, বাভুমা ৬৫, ব্রিটজকে ৫৭ ; হেড ৪/৫৭, ডোয়ারশুইস ২/৫৩)। অস্ট্রেলিয়া: ৪০.৫ ওভারে ১৯৮/১০ (মার্শ ৮৮, ডোয়ারশুইস ৩৩, হেড ২৭; মহারাজ ৫/৩৩, এনগিডি ২/২৮)। ফল: দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয়ী ; ম্যান অব দ্য ম্যাচ: কেশব মহারাজ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত