এশিয়া কাপে শিরোপার স্বপ্নে গিয়েছিল বাংলাদেশ। সেটা না হলেও ফাইনাল খেলার দুয়ারে ছিল তারা। সেমিফাইনালে পরিণত হওয়া সুপার ফোরের ম্যাচটিতে পাকিস্তানকে ১৪০ রানের নিচে থামিয়েও জেতা হয়নি ব্যাটিং ব্যর্থতায়।
এশিয়া কাপ মিশন শেষের পর আজ এই ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফেইসবুকে আজ লিটনের পেজ থেকে করা পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লেখা হয়েছে, ‘‘এশিয়া কাপ ২০২৫–এ আমরা দল হিসেবে নিজেদের সেরাটা দিয়েছি। ফাইনালে খেলা ও জেতা ছিল আমাদের আসল লক্ষ্য। দুর্ভাগ্যজনকভাবে সেটা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সব অনুরাগী সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’’
ইনজুরির জন্য শেষ দুই ম্যাচে খেলতে পারেননি লিটন। হতাশা জানালেন এ নিয়েও, ‘‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।’’
সবশেষ সমর্থকদের প্রশংসাও করেছেন লিটন, ‘‘টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য খুব দ্রুতই উপহার দিতে পারব সেটা।’’