ম্যাচ জুড়ে দাপট দেখাল লিভারপুল। বার্নলির মাঠে আজ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে তাদের বলের দখল ৮১ শতাংশ। গোলের জন্য পোস্টে শট নিয়েছে ২৭টা! কিন্তু বল আর জালে জড়াচ্ছিল না। এমনকি ৮৪ মিনিটে বার্নলির লেসলি উগুচুকয়ু লাল কার্ড দেখার পরও গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল। ফ্লোরিয়ান ভির্তৎজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
শেষ পর্যন্ত ইনজুরি টাইমে মোহাম্মদ সালাহর পেনাল্টিতে ১-০ ব্যবধানের স্বস্তির জয় পেল লিভারপুল। হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জার্মেই ফ্রিমপংয়ের ক্রস হাতে লাগার সময় পেনাল্টি অঞ্চলের সামান্যই ভেতরে ছিলেন তিনি। তবে রেফারি মাইকেল অলিভারের পেনাল্টির সিদ্ধান্ত সঠিকই ছিল।
৯৫ মিনিটের সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সালাহ। এই গোলে প্রিমিয়ার লিগ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন সালাহ। তার গোল ১৮৮টি। অ্যান্ডি কোলের ১৮৭টি। ২৬০ গোল নিয়ে সবার ওপরে আছেন অ্যালান শিয়েরার।
এ নিয়ে এবারের আসরে টানা চতুর্থ জয় পেল লিভারপুল। সর্বশেষ ম্যাচে আর্সেনালকে তারা ১-০ ব্যবধানে হারিয়েছিল ৮৩ মিনিটের গোলে। নিউক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়েছিল ১০০তম মিনিটের গোলে! আজও তারা বার্নলিকে হারাল শেষবেলার সৌভাগ্যের পেনাল্টিতে।
একজন মানসম্পন্ন স্ট্রাইকারের অভাবটা বোঝা গেছে ম্যাচজুড়ে। এজন্যই লিভারপুল রেকর্ড দামে কিনেছে আলেকজান্ডার ইসাককে। তিনি অবশ্য একাদশ তো বটেই স্কোয়াডেই ছিলেন না আজ।