সেন্ট জেমস পার্কে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিভারপুল কোচ আর্নে স্লট মাঠে নামান ১৬ বছর ৩৬১ দিন বয়সী ‘বিস্ময় বালক’ রিও এনগুমোয়াকে। ১০ জনে পরিণত হওয়া নিউক্যাসলের বিপক্ষে নাটকীয় ম্যাচটিতে তখন ২-২ গোলের সমতা।
মাঠে নামার ৪ মিনিট পরই চোখ ধাঁধানো গোল করে প্রিমিয়ার লিগে অভিষেকটা রাঙান এনগুমোয়া। তাতে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আর অভিষেকে নয়নের মনি হয়ে যান ১৬ বছরের এই কিশোর।
ফেদেরিকো কিয়েসার পাস পেয়ে মোহাম্মদ সালাহ বল বাড়ান বক্সের ভেতর। দারুণ ডামি করে বল ছেড়ে দমিনিক সবোসলাই। পেছনে তখন এনগুমোয়া ফাঁকা হয়ে যান তখন। তার নিখুঁত শট জড়ায় জালে। কোচ আর্নে স্লট প্রশংসায় ভাসালেন তাকে, ‘‘১৬ বছর বয়সী কারও জন্য এটা ছিল অসাধারণ গোল। বয়সের বিবেচনায় ফিনিশিং খুবই ভালো। শটটা যত জোরাল ছিল এমনটা সাধারণত দেখা যায় না। সে খুবই আত্মবিশ্বাসী আর এই গোল কোনো কাকতালীয় নয়।’’
১৬ বছর ৩৬১ দিন বয়সে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ গোলস্কোরার এখন এনগুমোয়া। ১৬ বছর ২০৭ দিন বয়সে গোলের রেকর্ড জেমস ভনের। জেমস মিলনার করেছিলেন ১৬ বছর ৩৫৬ দিন বয়সে আর ওয়েইন রুনি ১৬ বছর ৩৬০ দিন বয়সে।
এনগুমোয়া জন্ম ২০০৮ সালের ২৯ আগস্ট তার জন্ম ইংল্যান্ডের নিউহ্যামে। নাইজেরিয়ান-গুয়াদেলিপিয়ান বংশোদ্ভুত তিনি। খেলতে পারতেন নাইজেরিয়া ও ফ্রান্সের হয়ে। তবে বয়সভিত্তিক ফুটবলে খেলছেন ইংল্যান্ডের জার্সিতে।
জানুয়ারিতে এফএ কাপে অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে ১৬ বছর ২৩৫ দিন বয়সে খেলেছিলেন এনগুমোয়া। লিভারপুলের সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি গড়েছিলেন সেদিন। এবার দলটির সর্বকনিষ্ঠ গোলদাতাও হলেন তিনি। এনগুমোয়াকে প্রশংসায় ভাসালেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকও, ‘‘স্বপ্নের অভিষেক ওর জন্য। টেকনিক ছিল একেবারে নিখুঁত। ওর জন্য আমি ভীষণ খুশি।’’
সেন্ট জেমস পার্কে লিভারপুলকে একরকম কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। তবে ৩৫ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্চ। এরপর ভার্জিল ফন ডাইককে ফাউল করে অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় নিউক্যাসল।
বিরতির পর হুগো একিতিকে ব্যবধান করেন ২-০। ৫৭ মিনিটে ব্রুনো গিমারেস ফেরান ১ গোল। ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার সমতা ফিরিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। কিন্তু বিস্ময় বালক এনগুমোয়ার জাদুতে ম্যাচটা ২-৩ গোলে হারতে হয় নিউক্যাসলকে। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে অপরাজিত রইল লিভারপুল।