Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মদরিচের জায়গায় মাইনুকে চায় রিয়াল

ইউনাইটেডের কোবি মাইনুকে চায় রিয়াল মাদ্রিদ।
ইউনাইটেডের কোবি মাইনুকে চায় রিয়াল মাদ্রিদ।
[publishpress_authors_box]

স্পেনে দল বদলের শেষ দিন ১ সেপ্টেম্বর। জাবি আলোনসোর হাত ধরে নতুনভাবে শুরু করা রিয়াল মাদ্রিদ এখনও লুকা মদরিচের জায়গায় কিনেনি কাউকে। মাঝমাঠের শক্তি বাড়াতে তাদের নজর এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী মিডফিল্ডার কোবি মাইনুর ওপর।

ডেইলি মেইল, মুন্দো দেপোর্তিভো ও এএস জানিয়েছে ম্যানইউ কোচ আমোরিম নতুন মৌসুমে দলে চাইছেন না মাইনুকে। দলের প্রথম দুই ম্যাচে সুযোগও হয়নি তার। তাই অন্তত ১০টি ক্লাব মাইনুকে পেতে আগ্রহী বলে জানিয়েছে ডেইলি মেইল। সেই তালিকায় একেবারে শেষ দিকে যোগ হয়েছে রিয়ালের নাম।

গত মৌসুমে ২৫ ম্যাচে ১৪টি গোলের সুযোগ তৈরি করেছিলেন মাইনু। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ইউরো খেলা এই তরুণ পাস দিয়েছিলেন ৮১৮টি। আর ট্যাকল করেছিলেন ৪৬টি। তাকে শেষ পর্যন্ত রিয়াল পায় কিনা সেটাই দেখার।

৩ কোটি ইউরোয় জিয়ানলুইজি দোন্নারুমা আসতে পারেন সিটিতে।

এদিকে পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এখনও নতুন দল খুঁজে পাননি। তাকে পাওয়ার রেসে সবচেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। পিএসজি দোন্নারুম্মার জন্য চাইছিল ৪ কোটি ৩১ লাখ ইউরো।

এখন দাম কমিয়ে এনেছে ৩ কোটি ইউরোতে। গালাতাসারাইয়ের কাছে এদেরসনকে বিক্রি করতে পারলে দোন্নারুমার সিটিতে আসাটা হবে সময়ের অপেক্ষা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত