ফার্গি টাইমই যেন ফিরিয়ে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়ে শেষ বেলার গোলে জয় নিশ্চিত করাটা অভ্যাস বানিয়ে ফেলেছিল তারা। সেটাই ফিরিয়ে এনে ইউনাইটেড এবার হারাল বার্নলিকে। ৯৭ মিনিটের পেনাল্টিতে গোল করে ব্রুনো ফের্নান্দেস দলকে এনে দিলেন ৩-২ ব্যবধানের নাটকীয় জয়। অপর ম্যাচে ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে চেলসি ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে।
ফল
প্রিমিয়ার লিগ
ইউনাইটেড ৩ : ২ বার্নলি
চেলসি ২ : ০ ফুলহাম
টটেনহাম ০ : ১ বোর্নমাউথ
লা লিগা
আলাভেস ১ : ১ আতলেতিকো
ভ্যালেন্সিয়া ৩ : ০ গেতাফে
রিয়াল ২ : ১ মায়োর্কা
সিরি ‘এ’
লেচ্চে ০ : ২ এসি মিলান
পারমা ১ : ১ আতালান্তা
বুন্দেসলিগা
ব্রেমন ৩ : ৩ লেভারকুসেন
অগসবুর্গ ২ : ৩ বায়ার্ন
লা লিগায় এখনও জয়ের দেখা পায়নি আতলেতিকো মাদ্রিদ। নিজেদের তৃতীয় ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে আলাভেসের সঙ্গে। জুলিয়ানো সিমোনের সপ্তম মিনিটের গোলে আতলেতিকো এগিয়ে গিয়েছিল শুরুতে। ১৪তম মিনিটের পেনাল্টিতে সমতা ফেরান কার্লোস ভিসেন্তে।
মায়োর্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল আর্দা গুলের ও ভিনিসিয়ুস জুনিয়রের। লা লিগায় এটা টানা তৃতীয় জয় রিয়ালের।
ভিএআরে তিনটি গোল বাতিল না হলে রিয়ালের জয়টা হতে পারত আরও বড়। এর দুটি কিলিয়ান এমবাপ্পের অপরটি গুলেরের। ৫৮ মিনিটে গুলেরের গোল বাতিলের পর ক্ষোভে ফুঁসছিল বার্নাব্যুর গ্যালারি। মায়োর্কার এক খেলোয়াড়ের শট থেকে রক্ষা পেতে দুই হাত বুকের ওপর রাখেন গুলের।
বল তার হাতে লেগে জালের দিকে যাচ্ছিল, মায়োর্কা গোলকিপার লিও রোমানেরও ঠেকালেও ফিরতি বল পান তিনি। আলতো শটে গুলের ই জালে জড়ান সেটা। কিন্তু ভিএআর জানিয়ে দেয়, এটা হ্যান্ডবল তাই গোল বাতিল!
লিগে প্রথম দুই ম্যাচ জয়হীন থাকার পর ইউনাইটেড লিগ কাপ থেকে বিদায় নিয়েছিল চতুর্থ স্তরের দল গ্রিমসবির কাছে হেরে। মৌসুমের প্রথম জয়টা রুবেন আমোরিমের দল পেল প্রিমিয়ার লিগে বার্নলিকে ৩-২ ব্যবধানে হারিয়ে।
২৭ মিনিটে কাসেমিরোর হেড বারে লেগে ফিরে আসলেও সেটা বার্নলির ডিফেন্সিভ মিডফিল্ডার জশ কালেনের গায়ে লেগে জড়ায় জালে। ৫৫ মিনিটে সতীর্থের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের সামনে পেয়ে ডান পা বাড়িয়ে শূন্যে এক টোকায় সমতা ফেরান লাইল ফস্টার।
দুই মিনিট পরই দিয়েগো দালোতের কাটব্যাক ফাঁকায় পেয়ে স্কোরলাইন ২-১ করেন ইউনাইটেডের ব্রায়ান এমবুমো। ৬৬তম মিনিটে বার্নলির হয়ে সমতা ফেরান অ্যান্থনি। ইনজুরি টাইমে আমাদ দিয়ালো ফাউলের শিকার হলে ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পর পেনাল্টি দেন রেফারি। আগের ম্যাচে পেনাল্টি মিস করা ব্রুনো ফের্নান্দেস এবার ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে মৌসুমের প্রথম জয় এনে দেন ইউনাইটেডকে।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে লিডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নিউক্যাসল। আর টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে বোর্নমাউথ।
এদিকে ইতালিয়ান সিরি ‘এ’তে লেচ্চেকে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান। আর পারমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতালান্তা। বুন্দেসলিগায় অগসবুর্গকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।