Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

লিভারপুলের টানা তৃতীয় হার, জিতেছে ইউনাইটেড- আর্সেনাল

m1
[publishpress_authors_box]

চাকরি হারানোর শঙ্কায় ছিলেন খোদ আমোরিম। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে আমোরিমের ৫০তম ম্যাচটা অবশ্য স্মরণীয় করল শিষ্যরা। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে শনিবার আমোরিমের মাইলফলকের ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।

গোল করেছেন ম্যাসন মাউন্ট ও বেনিয়ামিন সেসকো। এ নিয়ে ওল্ড ট্রাফোর্ডে লিগে তিন ম্যাচ জিতল ইউনাইটেড। ২০২৩ সালের আগস্টের পর গত দুই বছরে এমন কিছু এবারই প্রথম করল তারা।

ইউনাইটেডের জয়ের দিনে আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। লিগে নাটকীয় ম্যাচে তারা ২-১ গোলে হারল চেলসির কাছে। এটা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় হার অলরেডদের।

লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ছবি : এক্স

২৭ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে তারা ২-১ গোলে হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে। এরপর ৩০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে ১-০ গোলে হেরেছে গালাতাসারাইয়ের কাছে। আজ টানা তৃতীয় হারল লিগে চেলসির বিপক্ষে।

১৪তম মিনিটে কাইসাদো এগিয়ে নিয়েছিলেন চেলসিকে। কোডি গাকপো সমতা ফেরান ৬৩ মিনিটে। কিন্তু ৯৫তম মিনিটে এস্তেভোর গোলে নাটকীয় জয় পায় চেলসি। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সবশেষ গোল করেছিলেন চেলসির বিপক্ষে, গত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে। এবার ইংলিশ ফুটবলে প্রথম গোল করে চেলসিকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি।

৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে এখন আর্সেনাল। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১৫ আর চেলসির ১১।

ওল্ড ট্রাফোর্ডে অষ্টম মিনিটে টানা ১৮ পাসে প্রথম গোল পায় ইউনাইটেড। সবশেষ ব্রায়ান এমবিউমোর কাছ থেকে বল পেয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন মাউন্ট। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সিতে ওল্ড ট্রাফোর্ডে তাঁর প্রথম গোল এটা। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেসকো।

আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে।

জয় পেয়েছে আর্সেনালও। ডেকলান রাইস ও বুকায়ো সাকার গোলে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়েছে তারা। রাইস ৩৮ মিনিটে দলকে এগিয়ে নেওয়র পর সাকা ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেনাল্টি থেকে। এছাড়া টটেনহাম ২-১ গোলে হারিয়েছে লিডসকে।

ইতালিয়ান সিরি ‘এ’তে ইন্টার মিলান ৪-১ গোলে হারিয়েছে ক্রেমোনেসেকে। লাৎসিও আর তোরিনোর ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত