Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

মোস্তফা মোহসীন মন্টু
মোস্তফা মোহসীন মন্টু
[publishpress_authors_box]

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাসস জানিয়েছে, রবিবার বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোস্তফা মোহসীন মন্টুর প্রথম নামাজে জানাজা বাদ এশা রাত ৯টায় কাঁটাবন ঢাল বাইতুল মামুর জামে মসজিদ অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার সাড়ে ৯টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর মরহুমের তৃতীয় নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

এছাড়া সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় মিনারে নেওয়া হবে তার মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোস্তফা মোহসীন মন্টু ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। সত্তরের দশক থেকে রাজনীতিতে সক্রিয় এই আওয়ামী লীগ নেতা ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত এই নেতা যুবলীগের চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

পরে ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বাদ পড়েন মন্টু। এর কিছুদিন পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে গণফোরাম গঠন করেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। পরে তার নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন মন্টু।

২০০৯ সালে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি গণফোরাম সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-২ ও ৩ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে উদীয়মান সূর্য প্রতীকে এবং ঢাকা-৭ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত