জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে উচ্ছ্বাস বেশ। রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্টের ম্যাচ রাখায় আগ্রহী ছিলেন দর্শকরাও। তবে বৃষ্টির জন্য আপাতত স্থগিত করা হল এনসিএল।
আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’’
১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে বৃষ্টির জন্য রাজশাহীতে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কেবল ৫ ওভারের।
একইদিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। লাভ হয়নি তাতেও।
টানা ৩ দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটিই মাঠে গড়িয়েছে, পরিত্যক্ত হয়েছে পাঁচটি। তাই বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য বিসিবি স্থগিত করল জাতীয় ক্রিকেট লিগ।