Beta
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

এনসিএল ফাইনালে খুলনা, কোয়ালিফায়ারে রংপুর

১১ বলে ২৭ করে খুলনার জয়ের অন্যতম নায়ক অভিষেক। ৯ বলে ২১ করেছিলেন নাহিদুল। ছবি : বিসিবি
১১ বলে ২৭ করে খুলনার জয়ের অন্যতম নায়ক অভিষেক। ৯ বলে ২১ করেছিলেন নাহিদুল। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনালের টিকিট পেয়েছে খুলনা বিভাগ। আজ বৃষ্টিবিঘ্নিত প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে ৩ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করা চট্টগ্রাম পেয়েছিল ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি। ৩৭ বলে ৪৫ করেন অধিনায়ক ইয়াসির রাব্বি। খুলনার ইনিংস শুরুর পর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল দীর্ঘসময়। এরপর ৯ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান।

৫.১ ওভারে ৩০ রানে ৬ উইকেট হারানোয় মনে হচ্ছিল ম্যাচ মুঠো থেকে বেড়িয়ে গেছে খুলনার। কিন্তু নাহিদুল ইসলামের ৯ বলে ২১ আর অভিষেক দাসের ১১ বলে ২৭-এ ৩ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা।  শেষ ওভারে ৭ রান করতে হতো তাদের। পেসার মেহেদী হাসান রানার উপর ভরসা রাখেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি।

প্রথম বলেই ওয়াইড দেন মেহেদী। বাঁহাতি পেসার পরের বলটা করেন ডাউন দ্য লেগে। ফাইন লেগ দিয়ে চার মেরে খুলনাকে জয়ের আরও কাছে নিয়ে যান অভিষেক। তৃতীয় বলে চার মেরে খুলনার ৪ উইকেটের জয় নিশ্চিত করেন অভিষেক।

এদিকে এলিমিনেটরে নাটকীয়তার পর ঢাকাকে ১ উইকেটে হারিয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আকবর আলী। লো স্কোরিং ম্যাচে ২৭ বলে ৪৪ করে রংপুরকে কোয়ালিফায়ারে নিয়ে গেছেন আকবর। আগামীকাল (শুক্রবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে খেলবে রংপুর।

২৭ বলে ৪৪ করে ম্যাচ সেরা হয়েছেন আকবর আলী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ছিল ১২৩ রানের। জবাবে  ৫২ রানে রংপুরের ৬ উইকেট তুলে নেয় ঢাকা। জয়ের জন্য শেষ ৮ ওভারে ৭০ রান করতে হতো উত্তরাঞ্চলের দলটিকে। হাতে ছিল ৪ উইকেট। আকবরের ঝড়ো ব্যাটিংয়ে এই কঠিন সমীকরণ মিলিয়েছে তারা।

২৭ বলে ৪ বাউন্ডারি ১ ছক্কায় ৪৪ করেন আকবর। নাসুম আহমেদ ২৩ বলে করেন ২৬।

জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার ছিল রংপুরের, হাতে ২ উইকেট। রিপন মন্ডলের করা প্রথম বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারেন আকবর। পরের বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রংপুরের সামনে তখন ৪ রানের সমীকরণ। অন্যদিকে ঢাকার দরকার ছিল ১ উইকেট। তৃতীয় ও চতুর্থ বলে একটি করে রান দেন রিপন। পঞ্চম বলে চার মারেন আবদুল গাফফার সাকলাইন। ১ বল হাতে রেখে জয় তুলে নেয় রংপুর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত