দেশজুড়ে চলা বৃষ্টিতে স্থগিত করে দেওয়া হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি লিগ। আবহাওয়ার উন্নতি হওয়ায় আবারও মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, এর ফাইনাল হবে ১২ অক্টোবর।
গত বছর এনসিএল টি-টোয়েন্টির আসর হয়েছিল সিলেটে। এবার সিলেটের পাশাপাশি ভেন্যু করা হয়েছিল রাজশাহী ও বগুড়াকে। তবে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএলের সব ম্যাচই হবে সিলেটে।
সিলেটের দুইটি ভেন্যুতে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও অন্য ম্যাচটি হবে আউটারে। ২৪ সেপ্টেম্বর সিলেটে রিপোর্ট করবেন ৮ দলের ক্রিকেটাররা।
উদ্বোধনী দিনে বৃষ্টি বাধায় রাজশাহীতে ঢাকা মেট্রো ও রাজশাহীর ম্যাচ হয়েছে মাত্র ৫ ওভারের। একইদিনে বগুড়ায় মাঠে নামার কথা ছিল সিলেট ও রংপুরের। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। এরপর ১৬ সেপ্টেম্বর স্থগিতই করা হয়েছিল টুর্নামেন্টটি।