Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

১০০ টাকার নতুন নোট। সংগৃহীত ছবি
১০০ টাকার নতুন নোট। সংগৃহীত ছবি
[publishpress_authors_box]

বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট। ১২ আগস্ট মঙ্গলবার থেকে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে। নতুন এই ১০০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ছাড়া হবে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

নতুন এই নোটের নকশায়ও পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে প্রচলিত ১০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। তবে এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। রাজধানী ঢাকার মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করা যাবে।

১০০ টাকার নতুন নোটে কী থাকছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি। নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ রয়েছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের সামনে বাঁ পাশে থাকছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি। নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছনভাগে আছে সুন্দরবনের ছবি।

নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল ও রুপালি রঙের সমন্বয়ে নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও  ‘১০০ টাকা’ খচিত আছে।

নোটটি নাড়াচাড়া করলে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ অংশের নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সামনের ডান দিকে নিচে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটে কী আছে

গত ১ জুন বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

এর আগে সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গত এপ্রিল মাসের শুরুতে হঠাৎ নতুন নোট বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

ফলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর হাতে থাকা বঙ্গবন্ধুর ছবিসংবলিত নতুন নোট বাজারে আসেনি। এ পরিস্থিতিতে চাহিদার তুলনায় ব্যাংকগুলোকে নতুন নোট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

বাজারে আসা ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার ১৬০ মিমি x ৭০ মিমি। নোটটিতে বেগুনি রঙের আধিক্য রয়েছে। নোটের সামনে বাঁ পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি। নোটের পেছনভাগে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। নোটটিতে মোট ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়।

নতুন ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার ১৩০ মিমি X ৬০ মিমি। নোটটিতে গাঢ় বাদামি রঙের আধিক্য রয়েছে। নোটটির সামনের বাঁ পাশে আছে আহসান মঞ্জিলের ছবি। নোটের পেছনে জলছাপ এলাকার ডান পাশে রয়েঠে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর ছবি। ৫০ টাকার নোটে মোট আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়।

নতুন ২০ টাকার ব্যাংক নোটটির আকার ১২৭ মিমি x ৬০ মিমি। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে। নোটটির সামনের বাঁ পাশে রয়েছে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি। নোটের পেছনভাগে জলছাপ এলাকার ডান পাশে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত