জাতীয় দলে ফেরার দুয়ারে ছিলেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুই ম্যাচের দলে একেবারে শেষ বেলায় বাদ পড়েন তিনি। ব্রাজিলিয়ান মিডিয়া জানিয়েছিল দল ঘোষণার এক দিন আগে চোট পেয়েছিলেন নেইমার।
নেইমার এ নিয়ে মুখ খুললেন ফ্লুমিনেন্সের বিপক্ষে সোমবার পুরো ৯০ মিনিট ম্যাচ খেলার পর। তাতে বাড়তে পারে বিতর্কও। কারণ নেইমার বলেছেন চোট নয় টেকনিক্যাল কারণে বাদ পড়েছিলেন তিনি, ‘‘চোট নয় আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর সম্পর্ক নেই। কোচের সিদ্ধান্ত ছিল এটা যা সম্মান করি আমি।’’
অথচ দল ঘোষণার পর নেইমারকে বাদ দেওয়া নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘‘সামান্য চোটে পড়েছে নেইমার। আমাদের ওকে মূল্যায়নের প্রয়োজন নেই। সবাই জানি সে কে এবং কী করতে পারে।’’
চোটের এই কথাটাই মানতে চাইলেন না নেইমার, ‘‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। সেটা যে গুরুতর কিছু নয় এর প্রমাণ হলো আজ (গতকাল) আমি খেলেছি।’’
নেইমারের এমন মন্তব্য বিতর্ক উস্কে দিবে নিশ্চিতভাবে।