জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত, যিনি ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।
সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেয়।
এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ ও মোর্শেদ আলম শাহিন তার জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা জানান, ৩১ বছর বয়সী অভিনেত্রী নুসরাত ফারিয়া গত ৯ জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান। ১৪ আগস্ট দেশে ফেরেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। এবিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন কি না, তা উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয় আদালত।
প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানি হবে বলেও জানায় আদালত।

যে অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটে, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই আন্দোলন শুরুর পর তা দমনে খড়গহস্ত হয়েছিল আওয়ামী লীগ।
তখন হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতনের ঘটনায় পরে অনেক মামলা হয়। বেশ কয়েকটি মামলায় বিভিন্ন শিল্পী-কলাকুশলীদেরও আসামি করা হয় ‘আওয়ামী লীগের দোসর’ হিসাবে।
ভাটারা থানায় তেমন একটি হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা জায়েদ খান, সাইমন সাদিকের পাশাপাশি নুসরাত ফারিয়াকেও আসামি করা হয়।

ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার সেই মামলায় রবিবার নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের ওপর গুলি চালানো হয়। এসময় এনামুল হকের পায়ে গুলি লাগে।
পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল বঙ্গবন্ধুর বায়োপিক। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল নির্মিত সেই সিনেমায় অভিনয় করেন নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া স্কুল জীবনে বিতার্কিক হিসাবে খ্যাতি কুড়িয়েছিলেন। মডেলিং দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরুর পরে আসেন অভিনয়ে। ২০১৫ সালে আশিকী সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। পরে কলকতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। এছাড়া টিভি নাটকেও দেখা যায় তাকে।



