Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এবার ওমানের ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমারের আড্ডা

om1
[publishpress_authors_box]

ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন উঠেছিল সূর্যকুমার যাদবের। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কাশ্মীরে হামলার প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন এটাকে।

সেই সূর্যকুমার যাদব এবার আড্ডায় মাতলেন ওমানের ক্রিকেটারদের সঙ্গে। এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারানোর পর সূর্যকুমার নেমে এসেছিলেন মাঠে। ওমানের খেলোয়াড়দের সঙ্গে অনেকখানি সময় কাটাতে দেখা যায় তাকে।

এ নিয়ে ওমানের অধিনায়ক জতিন্দর সিং বললেন, ‘‘আমি ভীষণ কৃতজ্ঞ যে সূর্যকুমার আমাদের খেলোয়াড়দের সঙ্গে আড্ডাা দিয়েছে। কীভাবে সে টি-টোয়েন্টি খেলে, এই ফরম্যাট নিয়ে ভাবে এসব নিয়ে কথা বলেছে আমাদের সঙ্গে। আমাদের খেলার প্রশংসাও করেছে সে।’’

প্রশংসা না করেও উপায় নেই। আরেকটু হলে তো ওমান হারিয়েই দিচ্ছিল ভারতকে! শুরুতে ব্যাট করা ভারত থামে ৮ উইকেটে ১৮৮ রানে। জবাবে ৪ উইকেটে ১৬৭ করেছিল ওমান। সূর্যকুমার অবশ্য ব্যাট করতে নামেননি। তার নিজের ব্যাটিং পজিশন আর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আরেকবার খেলা নিয়ে বললেন, ‘‘আশা করছি পরের ম্যাচে ১১ নম্বরে নামব না! ওমান খুব ভালো খেলেছে। ওদের কোচকে আমি চিনি। আমরা এখন সুপার ফোরের জন্য তৈরি (নাম নেননি পাকিস্তানের)।’’

এই ম্যাচে দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বোলার অর্শদীপ সিং। পেছনে ফেললেন পাকিস্তানের হারিস রাউফকে ।মাত্র ৬৪ ইনিংসে মাইলফলক স্পর্শ করেন অর্শদীপ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র তারই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট আছে। সার হারিস রাউফ ৭১ ইনিংসে ১০০ উইকেট নিয়েছিলেন।

এছাড়া ওমানের আমির কলিম ফিফটি করেছেন ৪৩ বছর ৩০৩ দিন বয়সে। এশিয়া কাপে এর চেয়ে বেশি বয়সে ফিফটি নেই আর কারও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত