Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পলক-আতিকসহ ৬ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

যাত্রাবাড়ী থানার একটি হত্যামামলার রিমান্ড শুনানিতে সোমবার জুনাইদ আহমেদ পলককে ঢাকার আদালতে হাজির করা হয়।
যাত্রাবাড়ী থানার একটি হত্যামামলার রিমান্ড শুনানিতে সোমবার জুনাইদ আহমেদ পলককে ঢাকার আদালতে হাজির করা হয়।
[publishpress_authors_box]

জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৬ জনকে হেফাজতে নিয়ে বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত এই অনুমতি দেয়। এছাড়া, নতুন করে আরও ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

জুলাই আগস্টের আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র মো. আরিফ হত্যা মামলায় শাজাহান খানের একদিন এবং আতিকুল ইসলাম ও তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ভাটারা থানার মনির হত্যা মামলায় আতিকুল ইসলাম, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক ও কোতয়ালী থানার মামলায় দিলীপ কুমার আগারওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে, মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালী, ভাটারা থানার জুলাই আগস্টের আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, গোলাম কিবরিয়া মজুমদার, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত