Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের ম্যাচ পেছাল এক ঘণ্টা!

as3
[publishpress_authors_box]

এশিয়া কাপ থেকেই দল তুলে নিতে চেয়েছিল পিসিবি! ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে তাকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। আইসিসি সেই আবেদন নাকচ করার পর থেকেই বাড়ছিল শঙ্কা।

আজ (বুধবার) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের ক্রিকেটারদের কাছে নির্দেশ যায়, তারা যেন হোটেল থেকে না বের হন। ততক্ষণে সালমনদের কিট ব্যাগ টিম বাসে উঠে গিয়েছিল। এর কিছুক্ষণ পর আমিরাতের খেলোয়াড়রা হোটেল থেকে বেরিয়ে স্টেডিয়ামে যান।

শেষ পর্যন্ত পাকিস্তান খেলবে কিনা নিশ্চিত নয়। তবে খেলোয়াড়রা এসেছেন মাঠে। আর ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে এক ঘণ্টা। ম্যাচ রেফারি পাইক্রফটই আছেন কিনা নিশ্চিত নয় এটা।

চলছে মহসিন নাকভির সংবাদ সম্মেলনের প্রস্তুতি।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানায়, পিসিবি কর্তারা আলোচনা করেছেন পরবর্তী পদক্ষেপ নিয়ে। কথা বলেছেন পাকিস্তান সরকারের সঙ্গে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাক বোর্ডের দফতরে ডেকে পাঠান  দুই সাবেক চেয়ারম্যান রামিজ রাজা এবং নাজাম শেঠিকে। কী করা উচিত, তা নিয়ে পরামর্শ চান নাকভি। শেষ পর্যন্ত ম্যাচটা খেলার পরামর্শ দিয়েছিলেন রমিজরা-এমন খবরই এসেছে পাকিস্তানি মিডিয়ায়। একই সঙ্গে পাকিস্তান এশিয়া কাপ বয়কট করছে-সেই গুঞ্জনও আছে।

লাহোরে সংবাদ সম্মেলন ডেকেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। সেখানে তিনি কী বলেন সেটা জানার অপেক্ষা এখন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত