Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের নামই নেননি সূর্যকুমার, সংবাদ সম্মেলন বাতিল সালমানদের

789
[publishpress_authors_box]

রবিবার আবারও ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে। এজন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায় দিয়ে তাকে সরিয়ে দেয়ার আবেদন জানিয়েছিল পিসিবি।

আইসিসি সেই আবেদনে সায় দেয়নি। তাতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। নির্ধারিত সময়ে মাঠে হাজির হয়নি দলটি। এমনকি করতে চেয়েছিল ম্যাচ বয়কটও!

শেষ পর্যন্ত ম্যাচটা খেলে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। রবিবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ তাদের। সেই ম্যাচেও রেফারির দায়িত্বে থাকছেন পাইক্রফট! এমন সিদ্ধান্তেই হয়তো তেলে বেগুনে জ্বলে ওঠা পাকিস্তান বাতিল করেছে ম্যাচের আগের আজকের সংবাদ সম্মেলন।

শনিবার সংবাদ সম্মেলন বাতিল করেছে পিসিবি।

পাকিস্তান বাতিল করলেও সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ১২ মিনিটের সংবাদ সম্মেলনে পাকিস্তান নিয়ে ৬টি প্রশ্ন করা হয় তাকে। কিন্তু একবারও পাকিস্তানের নাম মুখে আনেননি তিনি!

শুধু বলেছেন, ‘‘আমরা এতকিছু ভাবিনা। আমরা তিন ম্যাচ খেলেছি। তিন ম্যাচের জয়ই সমান আনন্দের। ওমানকে হারিয়ে যতটা মজা পেয়েছি ততটাই পেয়েছিলাম আগের ম্যাচ জিতে (পাকিস্তানের সঙ্গে)। ১.৪ বিলিয়ন ভারতীয়কে অসাধারণ রবিবার উপহার দিতে চাই।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত