গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেই এশিয়া কাপে আগুনে উত্তাপ ছিল। ম্যাচে পাকিস্তান হারলেও ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ তারা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তার রেশ না কাটতেই সুপার ফোরে আবার মুখোমুখি দুই প্রতিবেশী।
চাপ কমিয়ে মাঠের লড়াইকে সহজ করে তুলতে পাকিস্তান একজন মনোবিদ নিয়োগ দিয়েছে দলে। পাকিস্তানের সামা টিভির খবর অনুযায়ী, তিনি খেলোয়াড়দের মানসিক চাপ কমিয়ে মাঠে তাদের সহজ-স্বাভাবিক খেলা খেলতে সাহায্য করবেন। এই মনোবিদের নাম রাহিল করিম।
আর কিছুক্ষণ বাদেই শুরু হবে পাক-ভারত লড়াই। মাঠের পারফরম্যান্সে বোঝা যাবে এই মনোবিদ কতটা প্রভাব ফেলেতে পেরেছেন পাকিস্তানি ক্রিকেটারদের ওপর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নাজাম শেঠি মনে করেন, “মানসিক স্বাস্থ্য অনেক ব্যাপক। যারা বিশেষজ্ঞ তারা বিদেশে পড়াশোনা করেছেন। তারা ইংরেজিতে কথা বলেন, কিন্তু এই ভাষায় আমাদের ছেলেরা অভ্যস্ত নয়। মনোবিদ রাতারাতি কিছু করতে পারবে না।”
রাহিল করিম অবশ্য অভিজ্ঞ মনোবিদ। পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। তিনি এখন পাকিস্তানের বিভিন্ন কলেজে কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।