Beta
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নারীদের জাতীয় লিগে চ্যাম্পিয়ন বরিশাল

n9
[publishpress_authors_box]

নারী ওয়ানডে বিশ্বকাপ শেষেই মাঠে গড়িয়েছিল নারী ক্রিকেটের জাতীয় লিগ (এনসিএল)।  টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ দলের এই লিগে শিরোপার স্বাদ পেল বরিশাল বিভাগ। আর রানার্স-আপ হয়েছে খুলনা বিভাগ।

বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল। ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপ হয় খুলনা।

বরিশাল ৭ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে, হেরেছে একটিতে। তাদের পয়েন্ট ১২। খুলনা জিতেছে ৫ ম্যাচ, হেরেছে ২টিতে। তাদের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে চট্টগ্রাম। এ ছাড়া রংপুর ৪টি, রাজশাহী ও সিলেট ৩টি করে এবং ময়মনসিংহ ২টি করে জয় পেয়েছে। ৭ ম্যাচে জয়ের স্বাদ পায়নি ঢাকা বিভাগ।

ছেলেদের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে শিরোপার স্বাদ পেল তারা। 

 সর্বোচ্চ রান করেছেন সিলেট বিভাগের শামীমা সুলতানা। ৪৫.৮৩ গড়ে ২৭৫ রান করেন তিনি। ৪২.৩৩ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ রান করেন বরিশালের ফারজানা হক পিংকি।

যৌথভাবে সর্বোচ্চ ১৪টি করে উইকেট নেন চট্টগ্রাম বিভাগের ফাতেমা জাহান সোনিয়া ও বরিশাল বিভাগের সুলতানা খাতুন।

 লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বরিশাল বিভাগের স্পিনার রাবেয়া খান। বল হাতে ৭ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন তিনি, ব্যাটিংয়ে ১১৮.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১৭৯ রান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত