ঘাম ঝড়িয়েই জিতল রিয়াল মাদ্রিদ। গেতাফের মাঠে আরদা গুলেরের অসাধারণ গোলে ১-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে তারা। তাতে লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্য আবারও ৪-এ নামিয়ে এনেছে কার্লো আনচেলত্তির দল। ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৬ আর রিয়ালের ৭২।
এদিকে সান সিরোয় বুধবার ইন্টার মিলানকে ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে এসি মিলান। জোড়া গোল করেছেন লুকা ইয়োভিচ। অপর গোলটি করেন রেইনডার্স। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে এসি মিলান। এই হারে ইতালিয়ান সিরি ‘এ’, কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নভঙ্গ হল ইন্টারের। এই মৌসুমে আর ট্রেবল হচ্ছে না তাদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও ২-২’এ ড্র করেছে আর্সেনাল। তারা পয়েন্ট হারানোয় লিগ শিরোপা জয় থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল। তৃতীয় মিনিটে ইয়াকুব কিভিওর আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর ২৭ মিনিটে সমতা টানেন এবেরেচি এজে। ৪২ মিনিটে লেয়ান্ড্রো ট্রসাড আবারও এগিয়ে নিয়েছিলেন আর্সেনালকে। ৮৩ মিনিটে সেই গোল ফেরান ফিলিপ মাতেতা।
অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারানো ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ আনচেলত্তি। চোটের জন্য ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। রুডিগার, জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, দানি সেবাইয়োস, রোদ্রিগোকে বেঞ্চে রাখেন আনচেলত্তি। একাদশে সুযোগ দেন দুই তরুণ ‘তুরস্কের মেসিখ্যা’ত আরদা গুলের আর ব্রাজিলের ‘নতুন পেলে’ এনদ্রিককে।
২১তম মিনিটে আরদা গুলের অসাধারণ গোলেই জয় পায় রিয়াল। বক্সের বাইরে বল পেয়ে জায়গা তৈরি করে ২০ গজ দূর থেকে নেওয়া তার বুলেট শট জড়ায় জালে। গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি সেটা।
🚨🇪🇸 GOAL | Getafe 0-1 Real Madrid | Arda Guler
— Tekkers Foot (@tekkersfoot) April 23, 2025
ARDA GULER OPENS THE SCORING FOR REAL MADRID !!!!!!!!!!!!!!!!!!!!!pic.twitter.com/c00ZiiVkf6
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত রিয়ালের। বক্সের বাইরে ভিনিসিয়ুসকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন এনদ্রিক। ফিরতি পাস থেকে নেওয়া তার শট গোলরক্ষক ঠেকালেও যাচ্ছিল জালের দিকে, শেষ বেলায় গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। এনদ্রিক আরও একটি ওয়ান টু ওয়ান মিস করায় ক্ষোভও দেখান আনচেলত্তি।
৭২তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ মাউরো আরামবারি নষ্ট করেন বক্সে ফাঁকায় বল পেয়েও বাইরে শট নিয়ে। রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে পোস্টে ২০টা শট নিয়েছিল গেতাফে। গোলরক্ষক থিবো কর্তোয়া অসাধারণ কয়েকটি সেভ করে রক্ষা করেন দলকে।