Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাজস্ব আদায় বেড়েছে ২.২৩%

এনবিআর
ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

গত ২০২৪-২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ রাজস্ব আহরণ করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সাময়িক হিসাবে এই অর্থ বছরের ১২ মাসে এনবিআর মোট ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা বা ২০ শতাংশ কম।

এনবিআরের সংশ্লিষ্ট একজন ঊর্ধতন কর্মকর্তা সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, এই রাজস্ব আহরণ সংশোধিত লক্ষ্যমাত্রার চেয় ২০ শতাংশ কম হলেও তা আগের (২০২৩-২৪) অর্থ বছরের চেয়ে ২ দশমিক ২৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে ৩ লাখ ৬২ হাজার ৭৯৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেটে এনবিআরকে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য দেয়। রক্তাক্ত গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যমাত্রায় সংশোধনী আনে। এনবিআরের ওপর দায়িত্ব পড়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আদায়ের।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, মূলত গত বছরের গণআন্দোলন, ঈদের লম্বা ছুটি এবং এনবিআর ভাগ করা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। সব মিলে প্রায় দুই মাস ব্যাহত হয় রাজস্ব আদায় কার্যক্রম। এজন্য রাজস্ব আদায় হয়েছে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা কম হয়েছে।

এনবিআরের ওই কর্মকর্তা সকাল সন্ধ্যাকে আরও জানান, এনবিআরের রাজস্ব আদায়ের তিনটি খাতের মধ্যে আনুপাতিক হারে সবচেয়ে পিছিয়ে ছিল আয়কর ও ভ্রমণ কর খাত। এই খাতটির আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৫ শতাংশ পিছিয়ে রয়েছে।

খাতটি থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা; আদায় হয়েছে ৪২ হাজার ৪০৫ কোটি টাকা কম, ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি টাকা। এই আদায় লক্ষ্যমাত্রার ৭৫ দশমিক ২৭ শতাংশ।

গত অর্থ বছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট খাত থেকে ২৯ হাজার ৯০৯ কোটি টাকা কম আদায় হয়েছে। এই খাতের ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। এই খাত থেকে ১৭ দশমিক ৪৪ শতাংশ কম রাজস্ব এসেছে।

কাস্টমস বা আমদানি-রপ্তানি খাত থেকে গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ হাজার ৩১২ কোটি টাকা বা ১৭ শতাংশ কম রাজস্ব এসেছে। এই খাতে ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থ বছরে এনবিআর রাজস্ব আদায়ে এতো পিছিয়ে পড়ল কেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অর্থ বছরের প্রথম দিকেই রাজনৈতিক অস্থিরতা, কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং সরকার পরিবর্তনের ফলে ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়। এতে জুলাই-আগস্টে আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটা স্থবির ছিল, যার প্রভাব পড়ে রাজস্ব আদায়ে।

তিনি বলেন, এনবিআর ভেঙে দুটি বিভাগ করার ঘোষণার পর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে যান। এ কারণে মে মাস থেকে প্রায় দেড় মাস আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। এর ফলেও রাজস্ব আদায় ব্যাহত হয়। এছাড়া কোরবানি ঈদের ১০ দিনের ছুটিও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত