মিডিয়ার রঙিন দুনিয়ার টানে যারা নতুন আসেন তারা অনেকেই প্রতারিত হন। সেসব প্রতারণা ও প্রতিশোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রং ঢং’।
শুক্রবার দেশের পাঁচটি হলে ই সিনেমা মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা আহসান সারোয়ার।
তিনি বলেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও মিরপুর শাখায়, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস ও রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হলে ছবিটি মুক্তি পাচ্ছে।
‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।
ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।
ছবিটি প্রযোজনা করেছেন আহসান জুবায়ের।
