Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রাশিয়ায় অর্ধশত বছর পুরনো বিমান অর্ধশত যাত্রী নিয়ে বিধ্বস্ত

russia-plane-crash-angara-airlines-240725
[publishpress_authors_box]

রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে এর অর্ধশত আরোহী নিহত হয়েছে।

আন্তোনভ আন-২৪ বিমানটি বৃহস্পতিবার রাশিয়ার আমুর অঞ্চলে তিন্দা বিমানবন্দরে অবতরণের আগে বনাঞ্চলে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, একটি হেলিকপ্টার ওই স্থান ঘুরে জীবিত কারও চিহ্ন পায়নি।

যেখানে বিমানটি বিধ্বস্ত হয়, সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে ছুটে গেছে।

প্রায় ৫০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন যুগে তৈরি ওই উড়োজাহাজটি সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বহরে ছিল। ১৯৭৬ সালে তৈরি হওয়া এই উড়োজাহাজ দিয়ে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের আগে রাষ্ট্রীয় পতাকাবাহী এরোফ্লট ফ্লাইট পরিচালনা করত।

আঙ্গারার এই ফ্লাইটটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চিন সীমান্ত সংলগ্ন আমুর অঞ্চলের প্রত্যন্ত শহর তিন্দায় যাচ্ছিল। তিন্দা বিমানবব্দরে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় এটি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, এই ফ্লাইটে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিল। তবে রাশিয়া সরকার যাত্রীর সংখ্যা ৪২ জন বলে জানিয়েছে।

আন্তোনভ আন-২৪ উড়োজাহাজগুলো সোভিয়েত ইউনিয়ন যুগে তৈরি।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, তিন্দা থেকে প্রায় ১৫ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাশিয়া সরকার জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য একটি কমিশনও গঠন করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুর্ঘটনার খবর পেয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

আঙ্গারা এয়ারলাইন সাইবেরিয়া অঞ্চলে ফ্লাইট পরিচালনা করে। এই বিমান সংস্থার বহরে ১৯৭২ থেকে ১৯৭৬ সালের মধ্যে নির্মিত ১০টি আন-২৪ উড়োজাহাজ রয়েছে।

‘উড়ন্ত ট্রাক্টর’ নামে পরিচিত ৫০ বছরের বেশি পুরনো এই উড়োজাহাজগুলো বাতিল ঘোষণার পরিকল্পনা করেছিল রাশিয়া সরকার। তবে আঙ্গারা গত বছর এই উড়োজাহাজগুলোর আয়ুষ্কাল বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করে।

শীতল অঞ্চল সাইবেরিয়ায় চলাচলের উপযুক্ত করে সোভিয়েত যুগে তৈরি করা হয়েছিল আন্তোনভ আন-২৪। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মতো বিরূপ আবহাওয়ায় চলাচল ও অবতরণ করতে সক্ষম এই উড়োজাহাজগুলো। তবে এগুলো রক্ষণাবেক্ষণের পেছনে বিপুল অর্থ খরচের দিকটি দেখিয়ে আসছিলেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র : রয়টার্স, তাস

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত