পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ সেনেগালকে এতদিন হারাতে পারেনি সেলেসাওরা। সেই আক্ষেপ দূর হলো আজ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তেরাঙ্গার সিংহদের ২-০ গোলে হারাল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের হয়ে একটি করে গোল করেছেন এস্তেভাও ও কাসেমিরো।
২০১৯ সালের অক্টোবরে প্রথমবার দেখায় ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল-সেনেগাল। ২০২৩ সালের জুনে দ্বিতীয়বারের দেখায় সেলেসাওদের ৪-২ গোলে হারায় সেনেগাল। আজ তৃতীয় প্রীতি ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাজিল। সে সঙ্গে নিল দুই বছর আগে হারের প্রতিশোধও।
ফল
ব্রাজিল ২ : ০ সেনেগাল
৪৫ শতাংশের বেশি বলের দখল রেখে গোলের জন্য ১৪টি শট নিয়েছিল ব্রাজিল, লক্ষ্যে ছিল ছয়টি। সেনেগালের ১১ শটের লক্ষ্যে ছিল একটিই ।

১৭ মিনিটে ব্রাজিলের কুনিয়ার হেড ফিরেছিল ক্রসবারে লেগে। এরপর ২৮ মিনিটে চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও এগিয়ে দেন দলকে। পেনাল্টি বক্সের ডান পাশ থেকে তার নিখুঁত শট ঠেকাতে পারেননি সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। ব্রাজিলের হয়ে এটা তার ১০ ম্যাচে চতুর্থ গোল।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কাসেমিরো। রোদ্রিগোর ফ্রি-কিক নিয়ন্ত্রণ করে ফাঁকা জায়গায় থেকে করা বাঁকানো শট জড়ায় জালের উঁচু কোণে।
বিরতির পর সেনেগালের ইলিমান এনদিয়ায়ে শট লাগে পোস্টের বাইরে। তাতে ম্যাচে ফেরার আশা শেষ হয় আফ্রিকান দলটির।



