Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফিফটির পর সাকিবের ৪ উইকেট, নাফিস-রুবেলদের মুগ্ধতা

ফিফটির পর ৪ উইকেট নিয়েছেন সাকিব। ছবি : এক্স
ফিফটির পর ৪ উইকেট নিয়েছেন সাকিব। ছবি : এক্স
[publishpress_authors_box]

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্স নিতে চেয়েছিল সাকিব আল হাসানকে। রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত তাকে নিতে না পারার হতাশাও জানিয়েছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। সুযোগটা কাজে লাগিয়ে সেই সাকিবকে একই টুর্নামেন্টে নিয়ে নেয় দুবাই ক্যাপিটালস।

 দ্বিতীয় আসরের আজ প্রথম ম্যাচেই সাকিব চেনালেন নিজের জাত। ফিফটি করার পাশাপাশি সেন্ট্রাল ডিস্ট্রিকটসের বিপক্ষে প্রথম ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেটও নিয়েছেন এই কিংবদন্তি!

শুরুতে ব্যাট করে ২০ ওভার শেষে দুবাই সংগ্রহ করেছে ৭ উইকেটে ১৬৫ রান। ৩৭ বলে ৭ বাউন্ডারি ১ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত ছিলেন সাকিব। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ ইনিংস পর ফিফটি করলেন তিনি।

জবাবে সাকিব ৪ উইকেট নিলে সেন্ট্রাল ডিস্ট্রিকটস ৮ উইকেটে থামে ১৪৩ রানে। অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ সেরা হন সাকিব। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিব ৪ উইকেট পেলেন ১২তম বার আর ৫ উইকেট পেয়েছেন ৫ বার। টি-টোয়েন্টিতে তার উইকেট এখন ৪৯৭টি।

দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল। বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানে। একটা সময় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল দুবাই। তখন হাল ধরেন সাকিব। শুরু করেন প্রথম বলে বাউন্ডারি মেরে। ৩৪ বলে করেন ফিফটি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

এরপর বল হাতে ফেরান উইল ইয়ং, ডিন ফক্সক্রফট ও জশ ক্লার্কসনকে। প্রথম ৩ ওভারে একটি মেডেনসহ মাত্র ১১ রানে সাকিব নেন ৩ উইকেট। আর ৪ ওভার ষেণে ১৩ রানে নেন ৪ উইকেট। ১৭তম ওভারে আক্রমণে ফিরে বোল্ড করেন উইলিয়াম ক্লার্ককে।

প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন সাকিব। তার প্রথম বলেই সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ইয়ং।তৃতীয় বলে ডিন ফক্সক্রফটকেও এলবিডব্লিউ করেন সাকিব। অন্য দুজন হন বোল্ড।

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে লিখেছেন, ‘‘কিছু বলার নাই…’’। সাকিবের প্রশংসায় সাবেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘‘শচীন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’’

নাসির হোসেন লিখেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত