নদুন মৌসুমে শেষ বেলায় জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। ‘লাস্ট মিনিট শো’-এর এবারের নায়ক ভার্জিল ফন ডাইক। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে তার হেডেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগ শুরু করল লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের কর্নার কিক থেকে বক্সের জটলায় লাফিয়ে উঠে হেডে গোল করে আতলেতিকোকে হতাশ ডোবান ফন ডাইক।
এটা কোচ আর্নে স্লটের জন্মদিনের উপহারও। ১৭ সেপ্টেম্বর জন্মদিনের আগে সেটা উদযাপনে রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়েন তিনি। দর্শকরাও তাকে জানাচ্ছিলেন জন্মদিনের অভিবাদন। লিভারপুলের হয়ে একটি করে গোল করেন অ্যান্ডি রবার্টসন, মোহাম্মদ সালাহ ও ফন ডাইক। আর আতলেতিকোর হয়ে জোড়া গোল মার্কোস ইয়োরেন্তের।
এবারের মৌসুমে এটা লিভারপুলের টানা পঞ্চম জয়, প্রতিটি ম্যাচে অলরেডরা জয়ের গোল পেয়েছে ৮০ মিনিটের পর। এর তিনটিই আবার ইনজুরি টাইমে।
এবার ফন ডাইকের গোলের পর লিভারপুল সমর্থকেরা আনন্দে বাঁধনহারা উল্লাস করলে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে তেড়ে যান কয়েকজন সমর্থকদের দিকে। নিরাপত্তাকর্মীরা এসেসরিয়ে নেন তাকে। রেফারি সিমিওনেকে দেখান লাল কার্ড। তাই আগামী ৩১ সেপ্টেম্বর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন সিমিওনে।
লিভারপুল প্রথম ছয় মিনিটে পায় দুই গোল। চতুর্থ মিনিটে মোহাম্মদ সালাহর নিচু ফ্রি কিকে আলতো ছোঁয়ায় বলের দিক পাল্টে দেন অ্যান্ডি রবার্টসন। আতলেতিকোর জার্সিতে ৫০০তম ম্যাচ খেলতে নামা গোলরক্ষক ইয়ান ওবলাকের কিছু করার ছিল না তাতে। ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। তাতে হয়েছে ইতিহাসও।
‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়।
লিভারপুলের জার্সিতে প্রথম খেলতে নামা আলেকসান্দার ইসাক করতে পারেননি তেমন কিছু। বিরতির পর তাকে তুলে নেন কোচ। বিরতির ঠিক আগে ইয়োরেন্তে ব্যবধান কমার পর তিনিই সমতা ফেরান ৮১তম মিনিটে।এরপর ইনজুরি টাইমে ফন ডাইকের সেই স্মরণীয় গোলটা হয়ে উঠে কোচের জন্মদিনের অসাধারণ উপহার।