Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

টেবিল টেনিসে ২৫ বছরের কোচ

25
[publishpress_authors_box]

২৫ বছর বয়সে যে কোনো খেলাতেই সেরা সময়ে থাকেন খেলোয়াড়রা। অথচ থাইল্যান্ডের পাতারাতর্ন পাসারা হয়ে গেছেন কোচ। আর ২৫ বছরের সেই কোচকেই দুই মাসের জন্য দায়িত্ব দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

সামনে টেবিল টেনিসের বেশ কটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস ও জানুয়ারিতে রয়েছে পাকিস্তানে এসএ গেমস। এই টুর্নামেন্টগুলো সামনে রেখেই আনা হচ্ছে ২৫ বছরের পাতারাতর্ন পাসারাকে। তার মেয়াদ শুরু হবে অক্টোবর থেকে।

এত অল্প বয়সী কোচ নিয়োগ দেওয়া নিয়ে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম মাকসুদ আহমেদ বললেন, ‘‘কোচের জন্য থাইলান্ডের অনেকের সঙ্গে কথা বলেছি। তাদের বেশির ভাগই পাসারার কথা বলেছে। অনেকগুলো একাডেমি পরিচালনা করে সে। তার হাত ধরে থাইল্যান্ডে অনেক খেলোয়াড় উঠে এসেছে।’’

২০২২ সালের এপ্রিলে সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ড পুরুষ দলের হয়ে সোনা জিতেছিলেন পাসারা। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপেও জিতেছিলেন সোনা ও রুপা।

এই কোচের পাশাপাশি বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার পরিকল্পনাও আছে টিটি ফেডারেশনের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত