নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ২৯ ও ৫৪* রানের দুটি ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। এরই পুরস্কার পেলেন র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ৩৬তম স্থানে আছেন তানজিদ। তার রেটিং পয়েন্ট ৫৬২। তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের আর কেউ। বাংলাদেশ অধিনায়ক লিটনের অবস্থান ৪৭তম (৫৩৯)। তিনি হালনাগাদ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১ ধাপ।
বাংলাদেশিদের মধ্যে লিটন ব্যাটিং র্যাঙ্কিংয়ে আছেন দুইয়ে। এতদিন শীর্ষে ছিলেন তাওহিদ হৃদয়। প্রথম দুই ম্যাচে ব্যাটিং না পাওয়ায় ৬ ধাপ পিছিয়ে তিনি এখন ৪৮ নম্বরে (রেটিং ৫৩৪)।
এই সিরিজে না খেলা হাসান মাহমুদ ছয় ধাপ নেমে এখন ৪৯ নম্বরে। আর এই সিরিজে প্রথম ম্যাচ খেলা শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে গেছেন ৫০ ধাপ। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে মেহেদী হাসান মিরাজ।
হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ৯২ ও ৫৯ রানের ইনিংস খেলেছিলেন সিকান্দার রাজা। তাতে প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।
রাজার রেটিং পয়েন্ট ৩০২, তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবীকে (২৯২)। ওমরজাই এখন দুইয়ে, নবী তিনে। এই তালিকার চারে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯)।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন সিকান্দার রাজা। ৯ ধাপ এগিয়ে তিনি এখন ২২তম, এটিও তার ক্যারিয়ার সেরা। বোলারদের র্যাঙ্কিংয়ে রাজা আছেন ৩৮তম স্থানে।